শুক্রবা🐷র পয়লা এপ্রিল। নতুন অর্থবর্ষ শুরুর দিন। আজ থেকে আবার নতুন করে ব্যবসার খাতা খোলার দিন। আর পাশাপাশি গত অর্থ বর্ষের খতিয়ান প্রস্তুত করার দিন। যাঁরা বিভিন্ন সংস্থার কর্ণধার বা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাঁদের আবার বার্ষিক ফলাফল নিয়ে তৈরি হওয়ার সময় ঘনিয়ে এল। সরকারের ক্ষেত্রে আবার নতুন অর্থনৈতিক গোলপোস্ট বানানোর সময়, সামনের ১২ মাসে কী ক♚ী নতুন উদ্ভাবন করা যেতে পারে, অবশ্যই কোষাগারের কথা মাথায় রেখে।
তবে সব দেশেই যে ১ এপ্রিল থেকে ৩১ শে মার্চ অর্থবর্ষ মে🐲নে চলা হয়, এমনটাও হয়। দেখে নেওয়া যাক, বিভিন্ন দেশে এই নিয়ে কি ধরনের নিয়ম চালু রয়েছে।
ভারতের ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করেন, এই রকম অর্থবর্ষ বেছে নেওয়ার কারণ কী? বাস্তবে, ১৮৬৭ সালের আগে পর্যন্ত অবিভক্ত ভারতে ১ মে থেকে ৩০ এপ্রিল অর্থবর্ষ মেনে চলা হত। ই💧ংরেজ বণিকদের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হওয়ার পর অর্থাৎ দেশের অর্থনৈতিক চাবিকাঠি ব্রিটিশদের হাতে চলে যাওয়ার পর ব্রিটিশরা নিজেদের দেশের নিয়ম বলবৎ করেন। ভারতের অর্থবর্ষ ব্রিটিশদের মতো ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত ঠিক করা হয়।
তবে স্বাধীন ভারত🌳ে যে কোনও দিন অর্থবর্ষ বদল করার কথা ভাবা হয়নি— এমন নয়। ১৯৮৪ সালে এলকে ঝা কমিটি প্রস্তাব 🎶জমা দিয়েছিল, অর্থবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর— এই সময়সীমায় রাখা হোক। কিন্তু যে কারণেই হোক, কেন্দ্রীয় সরকারের তরফে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। একইভাবে ২০১৬ সালে নীতি আয়োগ একই প্রস্তাব দেয়। ২০১৭ সালের ৪ মে, মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে, জানুয়ারি-ডিসেম্বর তারা অর্থবর্ষ হিসাবে মানবে। তবে পরবর্তীকালে তারা এই ভাবনা থেকে সরে আসে।
ভারত ছাড়া আর কোন💝 কোন দেশে, কোন কোন সময়ে অর্থবর্ষ পালন করা হয়?
- প্রতিবেশী দেশ নেপালে ১৬ জুলাই থেকে ১৫ জুলাই অর্থবর্ষ মেনে চলা হয়।
- মায়ানমারে ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর অর্থবর্ষ হিসেবে গণ্য করা হয়।
- অনেকটা একই রকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর অর্থবর্ষ পালন করা হয়।
- সংযুক্ত আরব আমির শাহি, ইউক্রেন, তুরস্ক, তাইওয়ান, সুইজারল্যান্ড, স্পেন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, রোমানিয়া, কাতার, পর্তুগাল, পোল্যান্ডের মতো অনেক দেশে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর অর্থবর্ষ হিসাবে মেনে চলা হয়।
- ইরানের ক্ষেত্রে আবার ২১ বা ২২ মার্চ থেকে পরের বছর ২০ বা ২১ মার্চ পর্যন্ত অর্থবর্ষ মানা হয়ে থাকে, যেখানে সৌর হিজরি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
- প্রতিবেশী দেশ পাকিস্তানের ব্যাপার একটু আলাদা। সেখানে ১ জুলাই থেকে পরের বছর ৩০ জুন পর্যন্ত মেনে চলা হয় অর্থবর্ষ।