How to Identify Purity of Ghee: খাঁটি ঘি খাচ্ছেন? নাকি আজেবাজে জিনিস মেশানো আছে তাতে? কী করে বুঝবেন Updated: 21 Sep 2024, 03:52 PM IST Suman Roy Share Pure of Adulterated Ghee: খাঁটি ঘি চেনার উপায় কী? কীভাবে বুঝবেন তাতে ভেজাল মেশানো কি না। 1/8ঘি নিয়ে এখন গোটা দেশে বিতর্ক চরমে। তিরুপতির মন্দিরের প্রসাদের লাড্ডুর মধ্যে ভেজাল ঘি মেশানো হচ্ছিল বলে অভিযোগ। পশুর চর্বি জাতীয় ভেজাল দ্রব্য সেই ঘিয়ে ছিল বলেই অভিযোগ উঠেছে। এরকম পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন, খাঁটি ঘি চেনার উপায়। 2/8প্রতিটি বাড়িতেই রান্নার জন্য ঘি ব্যবহার করা হয়। ঘি অত্যন্ত সুস্বাদু এবং নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর। কিন্তু ঘিয়ে অনেক সময়েই নানা ভেজাল মেশানো হয়। অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের জন্য এতে নানা ভেজাল মেশান। সেই ভেজাল ধরার রাস্তা কী? জেনে নিন এখান থেকে। 3/8ভেজাল হিসাবে ঘিয়ে মূলত বনস্পতি বা ডালডা মেশানো হয়। কিছু ক্ষেত্রে পাম তেলও থাকে। সঙ্গে থাকে কৃত্রিম রং। এমন রং ব্যবহার করা হয়, যা আদৌ ভোজ্য নয়। ঘিয়ের মধ্যে দানা তৈরি করার জন্যও নানা ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো হয়। এগুলো থেকে বাঁচার রাস্তা কী? রইল এখানে। 4/8বেশ কয়েকটি সহজ পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন, ঘিয়ের মধ্যে ভেজাল আছে কি না। এক এক করে রইল সেই তালিকা। 5/8প্রথমত, হাতের তালুতে কিছুটা ঘি রাখুন। শরীরের তাপে গলে গেলে বুঝতে হবে বিশুদ্ধ ঘি। ভেজাল ঘি এত সহজে গলে যায় না। এটি খাঁটি ঘি চেনার অন্যতম সহজ রাস্তা। 6/8দ্বিতীয় রাস্তা হল আঁচে রেখে দেখা। ওভেন বা উনুনের আঁচে রেখেও ঘি গলাতে পারেন। যদি দেখেন ঘি গলতে সময় নিচ্ছে ও হলুদ রং হয়ে যাচ্ছে তবে তা খাঁটি নয় মোটেও। এটি থেকে সহজেই পাম তেল মেশানো কি না, তা বোঝা যায়। 7/8তৃতীয় রাস্তাটি হল, গরম জলের মধ্যে ঘিয়ের বোতলটি বসিয়ে দিন। ভিতরের ঘি গলে যাবে। এর পরে এটি ফ্রিজে রেখে দিন। যদি দেখেন পুরো বোতলে একই রঙের জমাট বাঁধা ঘি রয়েছে, তাহলে সেটি খাঁটি। ভেজাল ঘি হলে বিভিন্ন অংশে আলাদা আলাদা স্তর এবং রং থাকবে। 8/8মনে রাখবেন, খাঁটি ঘি যতটা ভালো, ভেজাল ঘি ততটাই ক্ষতিকারক। তাই ঘি কেনার পরে ভালো করে পরীক্ষা করে নিয়েই তা খাবেন। নাহলে বড় সমস্যা হতে পারে শরীরে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি