পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Teacher's Day 2022 Wishes :শিক্ষক দিবসের সেরা ১০টি শুভেচ্ছা বার্তা! এই ভাবে শ্রদ্ধা জানান আপনার টিচারকে
আজ বাদে কালকেই শিক্ষক দিবস। গোটা দেশ জুড়ে পালিত হবে এই বিশ🔯েষ দিনটি। আপনি নিশ্চয় জানেন ৫ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন পালিত হয় জাতীয় শিক্ষক দিবস। কিন্তু এই বিশেষ দিন সম্পর্কিত আরও অজানা দশটা তথ্য আজ জেনে নিন এই প্রতিবেদন থেকে।
দশটি অজানা তথ্য শিক্ষক দিবস উপলক্ষ্যে:
- শিক্ষকদের স্মরণ করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে।
- বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় ৭ সেপ্টেম্বর। কিন্তু এক একটি দেশ তাদের জাতীয় শিক্ষক দিবস বিভিন্ন দিনের পালন করে থাকে।
- শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের যে অবদান সেটা মনে রাখতেই বিভিন্ন দেশ বিভিন্ন দিন শিক্ষক দিবস পালিত হয়।
- ভারতে ৫ সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস, অন্যদিকে চিনে এই দিনটি ১১ সেপ্টেম্বর পালিত হয়।
- ১৯৬২ সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হন, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এবং শিক্ষক ছিলেন।
- যখন তিনি রাষ্ট্রপতি হন তখন তাঁর কিছু শিক্ষক তাঁকে অনুরোধ করেন তাঁর জন্মদিনের দিনই তাঁরা পালন করতে চান।
- তখন সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন যে তাঁর জন্মদিনের বদলে, শিক্ষক দিবস পালন করা হোক ওই দিন।
- সেই থেকে ভারতে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- তিনি মনে করেন শিক্ষকরাই দেশ নির্মাণের মূল হোতা।
- সমস্ত শিক্ষকদের হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে জানানো হচ্ছে শিক্ষক দিবসের শুভেচ্ছা।
বিশ্ব শিক্ষক দিবস
২০ শতক থেকে বিশ্ব জুড়ে শিক্ষক দিবস পালন করা শুরু হয়। পৃথিবী জুড়ে ১০০ টিরও বেশি দেশে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। ইউনেস্কো ১৯৯৪ সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস পালন করা শুরু করে। কম বে♔শি বিশ্বের সব কটি দেশই এই দিনটি পালন করে 𓆉শিক্ষকদের সম্মান জানানোর জন্য।
দেখে নিন এই বিশেষ দিনটিতে শিক্ষককে কী মেসেজ পাঠাবেন।
- হ্যাপি টিচার্স ডে!
- আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।
- আপনি এই পৃথিবীর সব থেকে ভালো শিক্ষক, যিনি আমার চরিত্র গঠন করতে সাহায্য করেছেন।
- আপনি আমায় আমার জীবনের প্রতিটা পদক্ষেপে উৎসাহিত করেছেন, শিখিয়েছেন এবং আমার কেরিয়ার গঠন করতে সাহায্য করেছেন। হ্যাপি টিচার্স ডে!
- আপনি একমাত্র ব্যক্তি যিনি আমায় সঠিক পথে চালনা করেছেন, অনেক ধন্যবাদ স্যার/ম্যাম।
- আপনার দেখানো পথে চলেই আজ আমি সফল। ধন্যবাদ স্যার/ম্যাম।
- আপনিই আমার জীবনের অনুপ্রেরণা, শিক্ষক দিবসের শুভেচ্ছা নেবেন।
- আপনি একজন আদর্শ শিক্ষক, শিক্ষক দিবসের শুভেচ্ছা।
- অতীত, বর্তমান, ভবিষৎ আপনার জন্যই। শিক্ষক দিবসের শুভেচ্ছা নেবেন।