ইচ্ছা করেই চাষের জমিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন মহিলা। আগুন নেভাতে আসা দমকলকর্মীদের সঙ্গে ফ্লার্ট করার জন্যই তাঁর এই ভয়ানক পদক্ষেপ। তদন্ত করে ইতিমধ্যেই তাঁকে💙 গ্রেফতার করেছে পুলিশ।
গ্রিসের ঘটনা এটি। জানা গিয়েছে, একবার নয়, একাধিক বার ওই মহিলা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছেন। ২৪ এবং ২৫ অগস্ট, অভিযুক্ত মহিলার এই ভয়ানক কার্যকলাপ, বিধ্বংসী অগ্নিকাণ্ডের কারণ হতে পারত। শুধুমাত্র দমকলকর্মীদের দেখার জন্য, তাঁদের সঙ্গে ফ্লার্ট করার জন্য, মহিলার এমন বিপজ্জনক কাজ বেআইনি। তাই মহিলাকে গ্রেফতার করে♕, এ বিষয়ে একটি বিবৃতিও জারি করেছে পুলিশ। বলেছে, এই গ্রিক নাগরিক, আর্কাডিয়ার ত্রিপোলি পৌরসভার কেরাসিটসা এলাকায়, ইচ্ছাকৃতভাবে দুইবার ধরে চাষের জমিতে আগুন লাগিয়েছেন। যদিও ওই মহিলার নামপ্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: (Modak reciepe: সামনেই গণেশ চতুর্থী, বাড়িতেই বানিয়ে ফেলুন গণপতির প্রিয় মোদক, রই💛ল সহজ রেসিপি)
স্থানীয় মিডিয়ার মতে, দুইবার ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডে যখন চারপাশ পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, সেই দুইবারই দꦕেখা গিয়েছিল ওই মহিলাকে, যা দেখে সন্দেহ হয়েছিল। অবশেষে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসে আসল সত্য।
গ্রিসে, এমনিতেও ভু🌠লবশত আগুন লাগলে বা দুর্ঘটনার কারণেও দাবানলের সূত্রপাত হলে, এটি আইনের চোখে একটি গুরুতর অপরাধ। কারণ, আগুনের একটি ছোট্ট স্ফুলিঙ্গও বিরাট সমস্যার সৃষ্টি করতে পারে। এ প্রসঙ্গে গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস বলেছেন, আইন এখন আগের চেয়ে কঠোর হয়ে গিয়েছে। কোনও বিষয়ে সামান্য অবহেলাই বড় অপরাধের দিকে টেনে নিয়ে যেতে পারে।
একইভাবে, ভয়াবহ আগুন লাগানোর কারণে শাস্তির হাত থেকে নিস্তার প𝔍াননি ওই মহিলাও। এই গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত মহিলাকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তবে এখনই জেলে যেতে হবে না।
আরও পড়ুন: (Happy Teacher's Day: হাতে 🐼মাত্র একটা দিন, সময় নষ্ট না করে এখনই পাঠিয়ে দিন শিক্ষক দিবসের শুভেচ্ছা)
মহিলার অপকর্ম দেখে কী বলছেন নেটিজেনরা
চাষের জমিয়ে আগুন লাগার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি দেখে, অনেকেই কর্তৃপক্ষকে ওই অভিযুক্ত মহিলার বির🅠ুদ্ধে কঠোর শাস্তির জন্য অনুরোধ করেছেন। অত্যন্ত রেগে গিয়ে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, তাঁকে কমপক্ষে ২০ বছরের জন্য জেলে রাখুন। অন্য একজনের দাবি, ইচ্ছাকৃতভাবে এই সাহসী বীরদের বিপদে ফেলা খুবই অন্যায়।