প্রায় ২০ বছর ধরে বলিউডের অভিনয়🤪 করে চলেছেন ক্যাটরিনা কাইফ। হিন্দি সি꧒নেমায় একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন তিনি, আর সেগুলো সত্যি প্রশংসার যোগ্য। তবে অভিনয় জগতের শুরুর দিকে উচ্চারণ নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে, যা পরে মিটে যায়। সম্প্রতি এই বিষয়ে কথা বললেন ক্যাটরিনার পরিচালক।
ক্যারিয়ারের প্রথম দিকে ‘নমস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’ এবং আরও এমন বেশ কিছু সিনেমায় অভিনয় করার সময় অভিনেত্রীর হিন্দি নিয়ে জড়তা থাকার কারণে অন্য কাউকে দিয়ে ডাব করানো হতো। তেমনই একটি সিনেমা হল আনিস বাজমি প﷽রিচালিত ‘ওয়েলকাম’। এই সিনেমায় ক্যাটরিনার ভয়েস কে ডাব করেছিলেন এই প্রশ্ন ওঠায় পরিচালক জানান, ‘ওয়েলকাম’ সিনেমায় ক্যাটরিনার ভয়েস একজন ডাবিং শিল্পী ডাব করেছিলেন।
(আরও পড়ুন: নাবালিকাদের নিয়ে অশ্লীল দৃশ্য ALT Balajiর গন্দি 🔯বা♊ত-এ! পকসো আইনে মামলা, আইনি গেরোয় একতা কাপুর ও তাঁর মা)
‘ওয়েলকাম’ সিনেমায় ক্যাটরিনার ক🌃াস্টিং সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক জানিয়েছিলেন, ক্যাটরিনার কথা প্রথম দিকে একেবারে 𒐪স্পষ্ট ছিল না তাই তাঁর জন্য ডাবিং শিল্পী খুঁজতে হতো। ‘ওয়েলকাম’ সিনেমাতেও সেটাই করতে হয়েছিল। কিন্তু যখন ‘সিং ইস কিং’ সিনেমার শুটিং হয়, তখন কিন্তু ক্যাটরিনা নিজেই নিজের ডাব করেছিলেন। ততদিনে হিন্দি ভাষা শিখে গিয়েছিলেন তিনি।
পরিচালক আরও জানিয়েছিলেন, হিন্দি ভাষা শেখার জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলেন ক্যাটরিনা। ছোটবেলা থেকে যে বিদেশে থাকে, তার পক্ষে সহজে হিন্দি ভাষা রপ্ত করা সম্ভব নয়। এছাড়াও বিদেশে থাকার জন্য কথার মধ্যে কিছু🌳টা বিদেশি ছাপ থেকেই যায়। কিন্তু ক্যাটরিনার কঠিন পরিশ্রমের ফলেই তিনি আজ হিন্দি ভাষা রপ্ত 💮করতে পেরেছেন।
(আরও পড়ুন: স্বামী অজয় নয়, করওয়া চৌথে শাহরুখের সঙ্গে ছবি পোস্ট করে শুꦫভেচ্ছা জানালেন কাজল! অবাক নেটপাড়া বলছে…)
ডাবিং নিয়ে ক্যাটরিনাকে একবার যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, তাঁকে ✨প্রথম দেবনাগরি ভাষা শিখিয়েছিলেন জ্যাকি শ্রফ। প্রথম কয়েকটি সিনেমায় পরিচালকরা তাঁকে যে লাইন লিখে দিতেন, সেগুলি দেবনাগরি অক্ষরে লেখা থাকতো যা বুঝতে ভীষণ অসুবিধা হত। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি দেবনাগরি অক্ষর রপ্ত করেন, যাতে পরে কোনও সমস্যা না হয়।