এই ক্যানসার খুব কম মানুষেরই হয়। সারা বিশ্বে যত ক্যানসার আক্রান্ত রয়েছেন, তার মধ্য়ে খুব বেশি হলে ১ শতাংশ মানুষ এই ক্যানসারে আক্রান্ত হন। ভারতে এই ক্যানসার আরও বিরল। মোটামুটি ০.২ শতাংশের মধ্যে দেখা যায় এই ক্যানসার। কিন্তু সেটিও ১৫ বছরের বয়সের মধ্যে। কিন্তু এক্ষেত্রে ২২ বছরের এক যুবক আ🎃ক্রান্ত হলেন বিরল এই ক্যানসারে।
ইউয়িং সারকোমা। এটি অতি বিরল ধরনের ক্যানসার। এর চিকিৎসাও যথেষ্ট গোলমেলে।এই ক্যানসারেই আক্রান্ত হলেন কলকাতার এক যুবক। ২২ বছরের যুবকের যৌনꦡাঙ্গের💝 ত্বকে প্রথমে সংক্রমণটি দেখা দেয়। সেখানে মাংসপিণ্ড দেখা দেয় এবং সেটি বাড়তে থাকে। তার পরিবারের লোকজন চিকিৎসকের দ্বারস্থ হলে, তাঁরা প্রথমেই সন্দেহ করেন এটি ক্যানসার। কিন্তু তখনও বোঝা যায়নি এটি ইউয়িং সারকোমা। অস্ত্রোপচারের পরে তা টের পাওয়া যায়।
সারা বিশ্বে এর আগে মা🎃ত্র ৬ জনের যৌনাঙ্গে এই ইউয়িং সারকোমা হয়েছে। যৌনাঙ্গের ত্বকে এটি আরও কম। ফলে সেই হিসাবে🎃 এটির চিকিৎসা নিয়ে কিছুটা সন্দেহে ছিলেন চিকিৎসকরা।
নেতাজি সুভাষ হাসপাতালের অঙ্কꦿোলজি বিভাগের চিকিৎসক নির্মাল্য় বন্দ্যোপাধ্যায়ের নিরিখে শুরু হয় ওই যুব⛎কের চিকিৎসা। সংবদামাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এখন সুস্থ হওয়ার পথে।
তবে এই বিরল ম্যালিগন্যান্ট টিউমার বা ইউয়িংꦬ সারকোমার চিকিৎসা কলকাতায় সফলভাবে হওয়ায় স্বাভাবিকভ🅠াবেই উৎফুল্ল চিকিৎসকমহল। অনেকেই মনে করছেন, এটি কলকাতার চিকিৎসাব্যবস্থার ক্ষেত্রে বড় সাফল্য।