কেন্দ্রের তরফে জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে এই আমদানি শুল্কের ওপর ছাড় লাগু হতে থাকবে। কেন্দ্র জানিয়েছে, ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত পেমব্রোলিজুমাব নামের ওষুধের ওপর কোনও আমদানি শুল্ক রাখা হবে না। উল্লেখ্য, এই ওষুধের ওপর সাধারণত ১০ শতাংশ আমদানি শুল্ক রাখা হয়।