সম্প্রতি নাসিরউদ্দিন শাহ এবং তাঁর রত্না পাঠক শাহের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দম্পতি হাজির হয়েছিলেন রত্নার বোন সুপ্রিয়া পাঠ🐲ক এবং তাঁর বর পঙ্কজ কাপুরের বাড়িতে। সুপ্রিয়া-পঙ্কজের মেয়ে সানা-র বিয়ের অনুষ্ঠানে এই চার জন একসঙ্গে ছবি তোলেন। সেটি হু হু করে ছড়িয়ে পড়েছিল অনুরাগীদের মধ্যে। তার কারণ ভারতীয় থিয়েটার এবং চলচ্চিত্রের এই চার মায়েস্ত্রোকে এক ফ্রেমে পাওয়াটা নিতান্ত মুখের কথা নয়।
কিন্তু সেই ছবি নিয়ে চর্চার চলার ফাঁকেই নাসিরউদ্দিন অন্য কারণে আবার চর্চায় চলে এলেন। নিজের YouTube চ্যানেলে🥂 তিনি জানালেন, এক বিরল অসুখে তিনি আক্রান্ত। এটির নাম Onomatomania। তিনি একই সঙ্গে বলেছেন, এটি সত্যিই একটি অসুখ। এবং এমন অদ্ভুত নাম শুনে কারও বিশ্বাস না হলে তিনি অভিধানে দেখে নিতে প💝ারেন।
কী হয় এই অসুখে?
- মাথার মধ্যে কোনও একটি শব্দ বা বাক্যবন্ধ টানা ঘুরতে থাকে।
- ঘুমের মধ্যেও সেই শব্দ বা বাক্যবন্ধটি ফিরে ফিরে আসে।
- যিনি এই সমস্যায় ভুগছেন, তিনি এই শব্দটি থেকে বেরোতে পারেন না।
- বিশ্রাম নিতে চাইলেও বিশ্রাম নিতে পারেন না।
- ঘুমের সমস্যা হয়।
নাসিরউদ্দিন জানিয়েছেন, আপাতভাবে এই অসুখটিকে যতটা সহজ সরল বলে মনে হয়, বিষয়টি ততটাও নয়। তাঁর কথায়, ‘আমি একটি বিশেষ সমস্যায় ভুগছি। এটির নাম Onomatomania। ঠাট্টা করছি না। চিকিৎসꦕাশাস্ত্রে এটির কথা রয়েছে। আপনারা অভিধানে দেখে নিতে পারেন।’
তাঁর এই বার্তার পরেই ইন্টারনেটে সবাই Onomatomania অসুখটি সম♌্পর্কে খোঁজ নিতে শুরু করেছেন। নায়িরউদ্দিনের ভিডিয়োবꦐার্তাটিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।