রাখি হল এমন একটি উৎসব যা, ভাই-বোনদের একটি পবিত্র বন্ধনে আবদ্ধ করে রাখে। তবে স্কুল-কলেজে এই রাখি বন্ধনকে ঘিরে অনেক সময় সমস্যা তৈরি হয়। এর প্র🐠ধান কারণ হলো অনেকেই রাখি পর﷽তে চায় না বন্ধুদের থেকে। ধরুন,আপনি আপনার সমবয়সী বা বয়সে বড় কোনও মানুষকে মনে মনে ভালবেসেছেন, কিন্তু হঠাৎ রাখির দিন সে আপনাকে রাখি পরিয়ে দিল, তাহলে কী ভালো হবে? তাই এই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই অনেকেই রাখিতে স্কুল বা কলেজে অনুপস্থিত থাকে।
রাখি উৎসবের ঘিরে অনেক ছবি বা ভিডিয়ো দেখা যায় মুঠোফোনে।রাখি উৎসবকে ঘিরে তেমনই একটি মজার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেখে হাসিতে লুটোপুটি খায় নেট দুনিয়ার মানুষ। ভিডিয়োয় দেখতে পাওয়া যায়, এ𒀰কজন ছাত্র তার থেকে বয়সে বড় একজন সিনিয়র মেয়ের সঙ্গে নাচ করছে। নাচের প্রথম অংশ একটি মিউজিক দিয়ে শুরু হয়, সেই মিউজিকের তালে তালে ছেলেটি বেশ ভালোই ন♑াচ করছিল সিনিয়র ওই মেয়েটির সঙ্গে।
(আরও পড়ুন: মাংস প্রেমীরা সাবধান, সংযমহীন ভাবে খেলে হত꧂ে পারে ডায়াবিটিস, বলছে গবেষণা)
নাচটা বেশ ভালো শুরু হলেও কয়েক সেকেন্ড যেতে না যেতেই ঘটে যায় বিপত্তি। মিউজিক শেষ হতেই ছেলেটি বুঝতে পারে গানটি রাখি উৎসবের একটি গান। সঙ্গে সঙ্গে মেয়েটির হাত ছেড়ে সে সেখান থেকে চলে যায়।🀅 উপস্থিত সকলে হো হো করে হাসতে শুরু করে দেয়। মনে মনে যে সিনিয়ারকে 🌳পছন্দ হয়ে যায়, তার সঙ্গে কি আর রাখির গানে নাচ করা যায়!
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে🧔ছেন সানিয়া রায়খওয়ান নামের এক Instagram ব্যবহারকারী। ভিডিয়ো ভাইরাল হতে না হতেই বেশ মজার মজার কমেন্ট আসতে শুরু করে কমেন্ট বক্সে। একজন লিখেছেন, ‘ছেলেটি বেশ নাচটি উপভোগ করছিল, কিন্তু গান শুরু হওয়ার আগেই বুঝতে পারে আর নাচ করা উচিত হবে না।’
(আরও পড়ুন: জড়িয়ে ধরার জন্য টাকা পাওয়🌠া থেকে বিছানা বানিয়ে দেওয়া, পাঁচ হটকে ‘কাজের’ সন্ধান)
অন্য একজন লিখেছেন, ‘ছেলেটির অভিব্যক্তি𓂃 বেশ মজার ছিল।’ আবার একজন লিখেছেন, ‘ꦜকীভাবে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল।’ আবার একজন লিখেছেন, 'ঠিক সময় দৌড়ে পালিয়েছে, না হলে রাখি পরিয়ে দিত।' প্রসঙ্গত, মাত্র দুই দিনেই ভিডিয়োটি ৩৩ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ১৩ লাখ মানুষ লাইক করেছেন। প্রায় ৪ হাজার নেট দুনিয়ার মানুষ মন্তব্য করেছেন এই ভিডিয়োয়।