খুব শীতকালে মশার উৎপাত থেকে মুক্তি পাওয়া গেলেও গরমকাল বিশেষত বর্ষাকালে মশার পাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, কিছ🅘ু কিছু মানুষ আছে যাদের একেবারেই মশা কামড়ায় না। আবার কিছু কিছু মানুষ আছে যাদের মশা কামড়ে উত্ত্যক্ত করে দেয়। আপনি যদি সেই মানুষটি হন, যাকে হাজার ভিড়ের মধ্যেও মশা খুঁজে বের করে কামড়ায়, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আপনাকে জানতে হবে কেন আপনাকে শুধুমাত্র মশা কামড়ায়? কীভাবে এই পরিস্থিতিকে উদ্ধার পাবেন আপনি সেটাও জেনে নিন এক নজর।
মশা কামড়ানোর পাঁচটি প্রধান কারণ
শরীরের গন্ধ: মশা কিছু নির্দিষ্ট যৌগের প্রতি আকৃষ্ট হয়, যা মানুষের ত্বকে এবং ঘামে থাকে। এই যৌগ গಌুলির মধ্যে উল্লেখযোগ্য হল ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড এবং কোলেস্টরেল। এই কেমিক্যাল✃গুলির মানুষের জিনগত বৈশিষ্ট্য এবং ত্বকে থাকা নানা ধরনের ব্যাকটেরিয়ার উপর নির্ভরশীল। শারীরিক কষ্ট করার পর এই যৌগ গুলির নিঃসরণ হয় সব থেকে বেশি তাই ব্যায়াম করার পর ত্বক পরিষ্কার না করলে সব থেকে বেশি মশা কামড়াতে পারে। কখনও কখনও এই ব্যাকটেরিয়াগুলি মানুষের গোড়ালি এবং পায়ের পাতায় বেশি জমা হয় তার ফলে সেখানেই মশা বেশি করে কামড়ায়।
(আরও পড়ুন: ৬.৪ লক্ষ জিতে ১২ লক্ষে🍨 গিয়ে জবুথবু, কেবিসিতে অমিতাভের জলবায়ু পরিবর্তনের প্রশ্নে হতভম্ব প্রতিযোগী)
দেহের তাপ: মশার পায়ে এক ধরনের সেন্সর থাকে, যার ফলে শরীরে অধিক তাপ উৎপাদনকারী অংশ সেই ঠিক খুঁজে বের করতে পারে। প্রতিটি মানুষের শরীরে নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হয়। কোনও ভাবে যদি আপনার শরীরের তাপ বেশি বেড়ে যায় তাহলেই আপনার শরীরের প্রতি আকৃষ্ট ভাবে মশা। শুধু মশা নয়, অন্যান্য কীটপতঙ্গগুলিও আপনার দিকে আকৃষ্ট হবে, যদি আপনার শরীরের তাপ বেশি বেড়ে যা🍃য়।
রক্তের গ্রুপ: অনেক সময় রক্তের গ্রুপের ভেদাভেদ আপনার প্রতি মশার আকৃষ্টতা বাড়িয়ে তোলে। বলা হয়, ও গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তিদের স🐲বথেকে বেশি মশা কামড়ায়। ডেঙ্গু বহনকারী মশা সবথেকে বেশি কামড়ায় ও পজেটিভ মানুষকে, কারণ এই গ্রুপের রক্ত থেকে এক প্রকার প্রোটিন পাওয়া যায় যা পছন্দ করে মশা।
স্থূলতা এবং কাপড়ের রং: আপনি যদি অতিরিক্ত স্থূল হন তাহলে আপনি যত বেশি পরিমাণ নিঃ💟শ্বাস ছাড়বেন তত আপন𝔍ার প্রতি মশা আকৃষ্ট হয়ে উঠবে। এছাড়া কালো রঙের পোশাক করলে যে মশা বেশি আকৃষ্ট হয়, তা বলাই বাহুল্য। তাই কালো রং তো বটেই, যেকোনো গাড়ো রং এড়িয়ে চলাই ভালো।
(আরও পড়ুন: জিহ্বা বিশ্লেষণ করবেন? নির্ভꦬুলতার সঙ্গে পরিস্থিতি সনাক্ত করতে আসছে এআই ღমডেল)
মশার কামড় এড়াতে অবশ্যই ফাইবার এবং প্রোবায়োটিক যুক্ত খাবার খেতে হবে। অ্যালকোহল এবং চিনিযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঢাকা পোশাক পরার পাশাপাশি হালকা রঙের পোশাক পরতে হবে। এছাড়া যে সমস্ত ♋জায়গায় নোংরা বা আবর্জনা থাকে সেই সমস্ত জায়গা এড়িয়ে চলার চেষ্টা করবেন।