এবার অভিযোগ উঠল মুখে ফেসিয়ালের ফলে ত্বক পুড়ে যাওয়ার। মুম🐟্বইয়ের একজন মহিলা অভিযোগ করছেন ফেসিয়াল ম্যাসাজের কারণে তার ত্বক পুড়ে গিয়ে স্থায়ী ক্ষত সৃষ্টি হয়েছে। একটি বিউটি সেলুনের বিরুদ্ধে তিনি এফআইআরও দায়ের করেছেন।
ঘটনাটি ১৭ জুনের। মহিলা মুম্বইয়ের আন্ধেরির কামধেনু শপিং সেন্টারে অবস্থিত ‘গ্লো লাক্স সেলুন’ থেকে ১৭৫০০ টাকা দিয়ে একটি হাইড্রাফেসিয়াল ট্রিট𒁃মেন্ট করিয়েছিলেন।
হাইড্রাফেসিয়াল হল ত্বকের একটি ♒‘রিসারফেসিং ট্রিটমেন্ট’, যা ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং ত্বককে সিক্ত করে। একজন লাইসেন্সপ্রাপ্ত পেশাদার চিকিৎসক বা সৌন্দর্যবিদের তত্ত্বাবধানে এই পরিষেবা দেওয়া হয়।
কিন্তু এক্ষেত্রে ঘটেছে বিপত্তি। ম্যাসেজে🤪র পর মহিলাটি অনুভব করেন তার ত্বক জ্বলছে। এরপর মহিলাটি চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলে তিনি জানান, ম্যাসেজের কারণে তার ত্বক পুড়ে গিয়েছে এবং স্থায়ী ক্ষতি হয়েছে। এরপর মহিলাটি স্থানীয় এমএনএস কর্পোরেটর প্রশান্ত রাণের সহায়তায় একটি এফআইআর দায়ের করেন।
টুইটার ব্যবহারকারীরা এই ঘটনায় স্বাভাবিক ভাবেই হতবাক হয়েছেন এবং এই ধরনের♎ সেলুনগুলিকে নজরদারিতে রাখার আহ্বান জানান।
‘হে ঈশ্বর! ১৭৫০০ টাকা খরচ করার পরেই মহিলাটি💮র ত্বক😼 নষ্ট হয়ে গেল। কী ভয়ঙ্কর ব্যাপার,’ এমনই মন্তব্য আসছে নেটনাগরিকদের থেকে। অন্য একজন লিখেছেন ‘পার্লার নিয়ে সরকারের কোনও আইন নেই, এই সুযোগে তারা সারা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে।
আরেক ট্যুইটরব্যবহারকারী উল্লেখ করেছেন, ‘একজন ভাল দক্ষ বিউটিশিয়ান একটি স্বস্তিদায়ক ফেসিয়াল পরিষেবা দিতে পারে এবং তা আরামদায়কও হয়। কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যাও দেখা দেয়। কখনও কখনও কিছু ক্রিম ব্যবহারে অনেকের ত্বকে এলার্জি দেখা দেয়, ভুল ম্যাসেজ কৌশল বা বিউটিশিয়ানের অজ্ঞতার কারণে এই ম্যাসেজ আসলে ভালোর চেয়ে বেশি ত্বকের ক🃏্ষতি করে।ধরনের সমস্যাগুলি ঘটার কারণ সস্তা পরিষেবা, সবাই রাতারাতি ধনী হতে চায়।’