মহিলাদের কান্নার ঘ্রাণে কমে যায় পুরুষদের রাগ, দাবি নয়া গবেষণায়
2 মিনিটে পড়ুন Updated: 05 Jan 2024, 04:01 PM IST Deutsche Welle গবেষকেরা বলছেন, নারীর কান্নার ঘ্রাণে পুরুষের আগ্রাসী মনোভাব অন্তত ৪৪ শতাংশ কমে আসে৷ গবেষণাটি প্রকাশ করেছে পিএলওএস বায়োলজি৷ এতে বলা হয়েছে, পুরুষের মস্তিষ্কের যে অংশটি তাকে আক্রমণাত্মক করে তোলে, নারীর কান্নার ঘ্রাণ সেই অংশকে দুর্বল করে দেয়৷