কুষ্ঠরোগ হ্যানসেনের রোগ নামেও পরিচিত। কুষ্ঠরোগে স্নায়ুর মারাত্মক ক্ষতি ও বিকৃতি হয়। এছাড়াও ত্বকে ঘা দেখা দেয়। কুষ্ঠ হলে ছোঁয়া, ব্যথা এবং তাপমাত্রার প্রতি শরীরের সংবেদনশীলতাকে কমে যায়। ত্বকে ক্ষত হওয়া, পেশি দুর্বল হয়ে যাওয়া এবং হাত ও পায়ে অসাড়ভাব কুষ্ঠ রোগের লক্ষণ। এই রোগটি সংক্রামক রোগ। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কুষ্ঠ রোগের ব্যাকটেরিয়ꦬা। এই রোগে বিভিন্ন অঙ্গের স্নায়ু, শ্বাসনালীর উপরের অংশ ও নাকের ভিতরের আস্তরণও ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। সেইমতো এই বছর ২৯ জানুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক কুষ্ঠ দিবস। যারা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন তাদের কথা ভেবেই এমন দিন পালন। এছাড়াও রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানো ও রোগীকে ঘিরে সমাজের বৈষম্যের অবসান কমানোর ডাকও দেয় এই বিশেষ দিন।
অতীতের কিছু কথা
এই আন্তর্জাতিক দিবস পালন প্রথম শুরু হয় ১৯৫৪ সালে। ফ্রান্সের একজন জনহিতৈষী ও লেখক রাউল ফোলেরেউ বিশ্বব্যাপী এই প্রচেষ্টার কথা ভেবেছিলেন যাতে সারা বিশ্বে কুষ্ঠরোগ নিয়ে সচেতনতা কমানো যায়। পাশাপাশি মানুষের মধ্🃏যে রোগীকে ঘিরে গড়ে ওঠা বৈষম্য কমানোও ছিল অন্যতম উদ্দেশ্য। দ🙈িনটি পালনের নেপথ্যে লক্ষ্য ছিল, কুষ্ঠ রোগীদের মানসিক এবং শারীরিক আঘাতের কারণ সম্পর্কে মানুষকে জানানো। মানুষের দৃষ্টিভঙ্গি এবং মনোভাবে বদল আনা।
২০২৩-এর থিম
'অ্যাক্ট নাও, এন্ড লেপ্রোসি' এটাই ২০২৩ এ বিশ্ব কুষ্ঠ দিবসের থিম। অর্থাৎ, কুষ্ঠ রোগ মেটাতে এখনই জরুরি ব্যবস্থা নিতে হবে। কুষ্ঠ রোগের সংক্রমণ কমাতেই এমন থি🌱মের আয়োজন করা হয়েছে জাতিসংঘের তরফে। প্রাথমিক পর্যায়েই রোগটি ধরা পড়লে দ্রুত সারিয়ে তোলা সম্ভব হয়। তবে রোগ গেড়ে বসলে কমে যায় সেরে ওঠার সম্ভাবনা।
গত বছরের থিম ছিল ‘ইউনাইটেড ফর ডিগনিটি' অর্থাৎ রোগীদের মর্যাদার কথা ভেবে এক হতে হবে। কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সম্মান করার জন্য একসঙ্গে কাজ করাকে গুরুত্ব দেওয🅠়া হয়।
তাৎপর্য
এই দিবসের উদ্দেশ্য হল কুষ্ঠ রোগীদের মর্যাদার সঙ্গে চিকিৎসার গুরুত্ব স🧸ম্পর্কে মানুষকে শিক্ষিত করা। তাদের আশেপাশের লোকদের মনোভাবের ফলে তারা যে মানসিক অবসাদের মধ্যে থাকে তা কাটিয়ে উঠতে সাহায্য করাই দিনটির উদ্দেশ্য। এছাড়াও আরেকটি লক্ষ্য হল কুষ্ঠরোগে আক্রান্ত সকল মানুষের সঙ্গে সমানভাবে আচরণ করা এবং এই রোগ সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা। এ সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলি দূর করতে সচেতনতার প্রসার ঘটানো।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবা☂র HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক