এমনিতেই হাথরাসের ঘটনায় বেকায়দায় যোগী আদিত্যনাথের সরকার। তারইমধ্যে তাঁকে আরও অস্বস্তিতে ফেললেন বালিয়ার 💫বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। ধর্ষণ কীভাবে রুখতে হবে, সেই পাঠ দিয়ে তিনি জানান, মেয়েদের ‘সুশিক্ষা’ দিতে হবে। তবেই ধর্ষণ রোখা যাবে।
‘রামরাজ্যে’ ধর্ষণের ঘটনা নিয়ে শনিবার সুরেন্দ্রকে প্রশ্ন করা হয়। যোগী রাজ্যের বিধায়ক বলেন, ‘এই ধরনের ঘটনা সংস্কারের সঙ্গে রোখা যাবে, শাসন বা তলোয়ার দিয়ে আটকানো যাবে না। সব বাবা-মা'র ধর্ম হল, নিজের কমবয়স্ক এবং যুবতী মেয়েদের সংস্কারের আবহে বড় করে তোলা। সংস্কারের মধ্যে শা🉐লীন ব্যবহার শেখানো উচিত।’
নিজেকে ‘শিক্ষক’ হিসেবে দাবি করে💧 সুরেন্দ্র সেখানেই থামেননি। ত🥀িনি বলেন, 'যেখানে সরকারের নিরাপত্তা দেওয়ার ধর্ম আছে, যেখানে পরিবারেরও দায়িত্ব হল নিজেদের বাচ্চাদের মধ্যে নীতিবোধ ঢুকিয়ে দেওয়া। সংস্কার এবং সরকারের মেলবন্ধনেই ভারতকে সুন্দর করে তোলা হবে। আর কোনও বিকল্প বিধান হতে পারে না।'
শনিবার সেই বিজেপি বিধায়কের মন্তব্যের পর তাঁর রাজ্যের আলিগড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আলিগড় গ্রামীণের পুলিশ সুপার শুভম প্যাটেল জানিয়েছেন, ওই শিশুকে হাসপাতালে ভরতি করা♛ হয়েছে। দায়ের হয়েছে এফআইআর। অভিযুক্ত আত্মীয়ের খোঁজে তল্লাশি চলছে।