শুক্রবার কোটায় মর্༺মান্তিক দুর্ঘটনা। মহাশিবরাত্রি উপলক্ষে এক শোভাযাত্রায় অংশ নেওয়া ১৪ 🎃জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে তাদের প্রায় ১০০ শতাংশ পুড়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, কুনহারি থানার অন্তর্গত সাকাতুরা এলাকায় মাথার উপর দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৭ থেকে ১৫💟 বছর বয়সী ১৮জন শিশু।
কোটা সিটির পুলিশ সুপার (এসপি) অমৃতা দুহান জানিয়েছেন, দুই শিশু যথাক্রমে ৫০ এবং ১০০ শতাংশ পুড়🀅ে গেছে🌼, অন্য ১২ জন ৫০ শতাংশেরও কম পুড়ছে।
আহতদের কোটার এমবিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর ১২টার মধ্যে শিবরাত্রি উপলক্ষে একটি মꦰিছিল কালিবস্তির মধ্য দিয়ে যাওয়ার সময় ২২ ফু🐠ট উঁচু লোহার রডের উপরে পতাকা হাতে এক কিশোরের মাথার উপর দিয়ে যাওয়া হাইটেনশন লাইন স্পর্শ করে।
পতাকা হাতে থাকা ছেলেটির শরীর একশ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে উদ্ধারের চেষ্টা করা ෴অন্য ছেলেরাও দগ্ধ হয়েছে জানিয়ে এসপি জানিয়েছেন, তাদের একজনের ৫০ শতাংশ পুড়ে গ🗹েছে এবং অন্য ১২ জন ৫০ শতাংশেরও কম দগ্ধ হয়েছে।
পড়ুন | ডিভিসির সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী শ্রমিক🎉ের মৃত্যুতে ২০ ঘণ্টা দেহ রেখে বিক্ষোভ
প্রত্যক্ষদর্শীরা জানি🍨য়েছেন, সবাই যখন নাচছিল এবং গান গাইছিল, তখন হঠাৎ একটি জোরে শব্দ শোনা যায়।
মুখ্যমন্ত্রী ভজন লাল♉ শর্মা জেলা প্রশাসনকে শিশুদের যাবতীয় সহায়তা এবং সর্বোত্তম চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছ🔯েন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার সমস্ত দিক মাথায় রেখেই তদন💮্ত করা হবে।
এদিকে ঘটনার কথা জানতে পেরে লোকসভার স্পিকার ওম বিড়লা হাসপাতালে পৌঁছে আহত শিশুদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ‘সমস্ত শিশুর যথাযথ চিকি🏅ৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’