পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২৯জন। মৃত সাত। গতকালই রাজ্য সরকার জানিয়েছিল যে আরও দুইজন করোনায় মারা গিয়েছেন। বেসরকারি হিসাব অনুযায়ী যদিও রাজ্যে করোনার শিকার ১৫। করোনা আক্রান্তের সংখ্যায় এই মুহূর্তে দেশের মধ্যে ১৪তম স্থানে পশ্চিমবঙ্গ। প্রায় দুই হাজার রোগী নিয়ে এক নম্বর স্থানে মহারাষ্ট্র। খুব পিছিয়ে নেই দিল্লি, রাজস্থান ও তামিলনাড়ুও। .দেশে ১৩ তারিখ সকাল আটটায় প্রকাশিত খবর অনুযায়ী করোনা রোগীর সংখ্যা মোট ৯১৫২। এর মধ্যে অ্যাক্টিভ কেস ৭৯৮৭। সুস্থ হয়ে উঠেছেন ৮৫৬জন। মৃত ৩০৩।