অনেকেই গরমের ছুটিতে পরিবার নিয়ে একটু বেড়িয়ে আসতে চাইছেন। সেক্ষেত্রে এবার রেলও যাত্রীদের সুবিধার জন্য় সামার স্পেশাল বহু ট্রেন চালাতে চাইছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে নাহরলগুন ও ওখার মধ্যে দুদিক মিলিয়ে সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়টি ট্রিপ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনটি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে ছুঁয়ে যাবে বলে জানা গিয়েছে। ট্রেনটি রাঙাপাড়া নর্থ, রঙিয়া, কোকরাঝাড়, নিউ জলপাইগুড়ি, বারাউনী, ছাপরা, বারাণসী, প্রয়াগরাজ, গোয়ালিয়র, উজ্জ্বয়িনী, গোধরা, আমেদাবাদ, রাজকোট স্টেশন হয়ে যাতায়াত করবে। সব মিলিয়ে ১৮টি সামার স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর। ট্রেনটি ওখা থেকে ছাড়বে ২ রা মে। ২৭ জুন পর্যন্ত এটি চলাচল করবে। ফেরত যাত্রার সময় নাহারলগুন থেকে ৬ মে ছাড়বে। ১ জুলাই পর্যন্ত এই ট্রেন চলবে।এই স্পেশাল ট্রেনটিতে এসি ২ টায়ার, এসি ৩ টায়ার, স্লিপার ক্লাস, জেনারেল সিটিং ক্লাস থাকবে। মূলত উত্তর পূর্বভারতের যাত্রীরা যারা পশ্চিম ভারতে বেড়াতে যেতে চান তাদের কাছে এই ট্রেন অত্যন্ত উপযোগী হবে।তবে ট্রেনের টিকিট কাটার আগে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যাত্রীরা যেন আইআরসিটিসির সময় সূচি একবার দেখে নেন। তারপরই এই ট্রেনের টিকিট কাটার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে।অন্যদিকে পাহাড়ে টয় ট্রেনের নতুন করে জয় রাইড শুরু হয়েছে। তবে রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩ এপ্রিল দার্জিলিং-ঘুম-দার্জিলিংয়ের স্পেশাল ডিজেল জয়রাইডের নির্দিষ্ট কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। এব্যাপারে টিকিট কাটার আগে রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি দেখে নেওয়া যেতে পারে।গরমকালে কিছুদিনের জন্য ছুটি কাটাতে অনেকেই এখন পাহাড়মুখী। অনেকে আবার উত্তর পূর্ব ভারতেও যেতে চাইতেন। তবে উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিটের চাহিদাও তুঙ্গে। অনেকেই একাধিক ট্রেনের টিকিট পাচ্ছেন না বলে জানা গিয়েছে।তবে যাঁরা উত্তরবঙ্গে যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাচ্ছেন না তাঁদের অনেকেই বাসে করে উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করছেন। কলকাতা থেকে শিলিগুড়ি, কোচবিহার সহ উত্তরের একাধিক জেলায় সরাসরি বাসে চেপে যাওয়া যায়।