গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতি💙ষ্ঠার মাধ্যমে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন 🔜করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। তার পর থেকেএ ঠান্ডাকে উপেক্ষা করে উপচে পড়া ভিড় হচ্ছে মন্দিরে। রাম মন্দিরের উদ্বোধন প্রায় এক সপ্তাহ হল। গত ৭ মন্দিরে ২০ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছে। তাতে স্বাভাবিকভাবেই অনুমান করে যাচ্ছে, প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী রাম মন্দির দর্শনে অযোধ্যায় যাচ্ছেন।
আরও পড়ুন: চুপিচুপি রাতের অন্ধকারে💟 রামমন্দিরে গিয়েছিলেন শাহরুখ? ভিডিয়োতে শোরগোল! ඣসত্যি কি?
গত কাল সোমবার অযোধ্যায় ১.৬০ লক্ষ ভক্ত রা♏ম লালার দর্শনে এসেছিলেন। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, গত ৭ দিনে মোট ২০ লক্ষ ৩৫ হাজার মানুষের ভিড় হয়েছে।মন্দির দর্শনের জন্য ‘আস্থা’ স্পেশ্যাল ট্রেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের নিয়ে আসছে। সোমবার সন্ধ্যায় প্রথম ট্রেনটি পৌঁছেছে অযোধ্যায়। ট্রেনটি জয়পুর থেকে ভক্তদের নিয়ে এসেছে। জানা গিয়েছে, বিশেষ ট্রেনগুলি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে আসতে থাকবে। এই ট্রেনগুলির মাধ্যমে ভক্তদের পরবর্তী দল হরিদ্বার থেকে আজ সকালে অযোধ্যায় পৌঁছয়। অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা বলেছেন, আস্থা ট্রেনের মাধ্যমে শহরে আসা ভক্তদের প্রথম দলকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী এবং স্বেচ্ছাসেবকরা আপ্যায়ন করেছেন।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার সময় প্রায় ৫ লাখ ভক্ত মন্দিরটি পরিদর্🗹শন করেছিলেন। তার পরের দিন বুধবার ৩ লাখ ভক্ত ভিড় করেন। এই অবস্থায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভিআইপিদের আগাম সফরের বিষয়ে জানা🎶তে বলেছেন।
অযোধ্যায় ভক্তদের বিশাল ভিড় নিয়ন্ত্রণের জন্য লখনউয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত অযোধ্যা ধামে ছুটে আসছেন। শুধুমাত্র ভগবান র𝄹ামের একবার দর্শন পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। ভিড় নিয়ন্ত্রণের জন্য সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে ভিড়ের কথা মাথায় রেখে ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী🧸 মার্চ পর্যন্ত মন্দির দর্শনে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রীদের।