অসমের ধুবরি জেলা কারাগার থেকে মুক্তি পেলেন Covid-19 এর কারণে লকডাউনের মধ্যে গত মে মাসে ধর⛦া ♉পড়া ২৫ জন বাংলাদেশি নাগরিক। বুধবার তাঁদের জেল থেকে ছাড়া হয়েছে।
বাংলাদেশ সরকারের 🅠অনুরোধে জেলবন্দি ২৫ জন বাংলাদেশি নাগরিকের বিরু♊দ্ধে যাবতীয় অভিযোগ তুলে নেয় পুলিশ। তার পরে গত শনিবার তাঁদের মুক্তির নির্দেশ দেয় বিলাসীপাড়া মহকুমা আদালত।
মুক্তি পাওয়া বাংলাদেশি নাগরিকদেরꦅ কোচবিহারের চ্যাংরা🎃বান্ধা চেক পোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
গত মে মাসে ভারতে লকডাউন𓂃 চলাকালীন বাংলাদেশের মোট ২৬ জন নাগরিক সীমান্ত পেরিয়ে দেশে ফেরার চেষ্টা করলে ধরা পড়েন। তাঁদের সঙ্গে পাসপোর্ট ও ভিসা ছিল। লকডাউনের মধ্যে কয়েকটি ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। পরিযায়ী শ্রমিকদের জন্য প্রযোজ্য পাস ব্যবহার করে তাঁরা যোরহাট থেকে সীমান্তের উদ্দেশে যাত্রা করেছিলেন।
পরꦺে পুলিশের জেরায় তাঁরা কবুল করেন যে, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েই তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন। পর্যটন ভিসার অধিকারী হলেও তাঁদের মাছ চাষে নিযুক্ত করা হয়েছিল বলে জানা যায়।
ধৃ😼তদের মধ্যে একজন, জনৈক বকুল মিয়াঁ গত জুলাই মাসে হঠাৎ অসুস্থ হলে ꦡজেল হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।