একটা ছোট্ট গাড়িতে ২০-৩০ জন জোকার। ছোটোবেলায় সার্কাস দেখতে গিয়ে এই দৃশ্য অনেকেই দেখেছেন। কিন্তু তাই বলে বাস্তবে? তাও আবার অটোর মতো ছোট্ট গাড়িতে? এই দুনিয়া যে সার্কাসকেও হার মানায়, তারই প্রমাণ মিলল এক ভিডিয়োয়। উত্তরপ্রদেশের সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।অতিরিক্ত গতি দেখে একটি অটো দাঁড় করিয়েছিলেন পুলিশকর্মীরা। আর তারপরেই অটোর যাত্রী গুনতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। দেখা যায়, অটোটিতে ড্রাইভার-সহ মোট ২৭ জন যাচ্ছিলেন। ভিডিয়োটি উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বলে জানা গিয়েছে।ফতেপুরের বিন্দকি কোতোয়ালি এলাকার কাছে পুলিশ স্পিডগান নিয়ে যানবাহনের গতি পরীক্ষা করছিল। সেই সময়েই এই অটোটি তীব্র গতিতে যাচ্ছিল বলে থামান পুলিশকর্মীরা।কিন্তু এরপর অটো থেকে সবাইকে নামতে বলতেই ঘাবড়ে যান তাঁরা। দেখা যায়, ছোট্ট অটোটিতে করে যাচ্ছিলেন এক মিনিবাসের সমান যাত্রী। একের পর এক যাত্রী অটো থেকে নেমেই যাচ্ছেন। কিছুতেই যেন যাত্রীর সংখ্যা শেষ হচ্ছে না। শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ২৭ জন ছিলেন ওই অটোতে। অটোটিকে আটক করেছেন পুলিশকর্মীরা। অটো চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ফতেপুর থানার আধিকারিকরা।