রাস্তায় চলে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা 🎀মেরে উল্টে গেল এসইউভি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জ🥂নের। এছাড়াও, আহত হয়েছে ৯ জন। ঘটনাটি ঘটেছে নয়ডার ইকোটেক ৩ এলাকায়। নিহতদের নাম মহিদুল, আব্দুর রফিক এবং সুলতান আহমেদ। তিনজনেরই বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। তারা কুলেসারার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স–লরির মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত রাজপথ🗹, কেশপুরে পাঁচজনের মৃত্যু
জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি থেকে প্রায় সাড়ে ১০ কিলোমিটার দূরে গ্রেটার নয়ডার দেবলাতে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তারা। বিয়ের অনুষ্ঠান সেরে সোমবার ভোর ৩ টের দিকে তারা দুটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এরমধ্যে- একটি সুইফ্ট এবং অন্যটি মাহ🐬িন্দ্রা এসইউভি গাড়ি। গাড়ি দুটো ইকোটেক ৩ এলকায়া ডি পার্ক পুলিশ ফাঁড়ির কাছে আসতেই রাস্তায় হঠাৎ একটি গরু চলে আসে। এসইউভি গাড়িটি সামনে ছিল এবং পিছনে ছিল সুইফ্ট গাড়ি। গরুটিকে বাঁচানোর জন্য এসইউভির চালক হঠাৎ ডানদিকে গাড়ি ঘোরান। তখন সুইফ্ট গাড়িটি পিছন থেকে মাহিন্দ্রা এসইউভিকে ধাক্কা মারে। তার ফলে উল্টে যায় এসইউভি গাড়িটি। পুলিশ জানিয়েছে, এসইউভিতে ৭ জন এবং💝 সুইফ্ট গাড়িতে ৫ জন ছিলেন।
এদিনের দুর্ঘটনার জেরে মাহিন্দ্রা এসইউভি গাড়⛦িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এছাড়া, সুইফ্ট গাড়ির সামনের অংশটিও ক্ষতিগ্রস্ত হয়। এসইউভি গাড়ির চালক কোনওভাবে বেঁচে গেলেও ৩ জনের মৃত্যু হয়। তদন্তে জানা গিয়েছে, এসইউভি চালক ডি পার্ক পুলিশ ফাঁড়ি থেকে ডান দিকে মোড় নিয়েছিলেন। তবে মোড়ের কাছে পৌঁছানোর আগে ভুল করে আরও ডান দিকে মোড় নিয়ে ফেলে। তাতেই ঘটে বিপত্তি।
দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নেমে পড়েন স্থানীয়রা। পরে ১১২ নম্বর ডায়াল করে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত সেখানে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্তদের ♔উদ্ধার করে হাসপাতালের নিয়ে যায়। সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ৯ জন আশঙ্কামু꧑ক্ত বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, এখনও প♎র্যন্ত এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তার ভিত্তিতে পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখবে। জানা গিয়েছে, মৃতেরা একই পরিবারের সদস্য। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।