দিল্লির সদ্য নির্বাচিত ৭০ জন বিধায়কের মধ্যে ৩৭ জন তাঁদের বিরুদ্ধে থাকা অপরাধের অভিযোগের কথা ঘোষণা করেছেন। অভিযোগের তালিকায় রয়েဣছে হত্যাকাণ্ড এবং ধর্ষণের মতো অপরাধ।
ওই সমস্ত বিধায়কের স্ব🐬ীকারোক্তি পর্যালোচনা করে জানা গিয়েছে, তাঁদের মধ্যে মোট ৪৩ জনের বিরুদ্ধে রকমারি অপরাধের অভিযোগে মামলা বিচারাধীন রয়েছে। এমনই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে বেসরকারি সংস্থা।
সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৭ জনের মধ্যে ১৩ জন বিধায়ক তাঁদের বিরুদ্ধে নারী বিরোধী অভিযোগ রয়েছে💦 ꧋বলে কবুল করেছেন। এই দলের একজনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ।
আরও পড়ুন: অপরাধে অভিযুক্তদের টিকিট দেওয়ার কারণ জানাতে সুপ্রিম নির্দেশ রাজনৈতিক দলদের
উল্লেখ্য, গত বিধানসভায় ২৪ জন বিধায়ক তাঁদের বিরুদ্ধে অপ𒅌রাধের অভিযোগে মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছিলেন।
সাম্প্রতিক সমীক্ষায় আরও জানা গিয়েছে, ৪৫ জন আপ বিধায়ক এবং ৭ জন বিজেপি বিধায়ক প্রত্যেকে এক কোটি টাকার বেশি মূল্যে🌳র ব্যক্তিগত সম্পত্তির খতিয়ান পেশ করেছেন।
বড় রাজনৈতিক দলগুলির মধ্যে ৬২ জন আপ বিধায়কেꦗর গড় সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৪.৯৬ কোটি টাকা। আট জন বিজেপি বিধায়কের সম্পত্তির গড় মূল্যায়ন দাঁড়িয়েছে ৯.১০ কোটি টাকায়।