মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্র। নিকাশি পরিশোধন প্ল্যান্টে কাজ করার সময় মৃত্যু হল ৪ চুক্তিভিত্তিক শ্রমিকের। মৃতদের নাম হল - শুভম পারকার (২৮), অমল ঘাটালে (২৭), নিখিল ঘাটালে (২৪) এবং সাগর টেন্ডুলকার (২৯)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্ল্যান্টে বিষাক্ত গ্যাস থাকার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। তাদের উদ্ধার করতে গিয়ে আরও ২ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাদের ভরতি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় ঠিকা সংস্থার বিরুদ্ধে গাফিলত⛄ির অভিযোগ উঠেছে। গা🐻ফিলতির অভিযোগে পুলিশ ঠিকা সংস্থার এক কর্মীকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: সাতসকালে গ্যাস লিক! হুলু🧸স্থুল কাণ্ড, মৃত১, জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি৩
জানা গিয়েছে, মহারাষ্ট্রের ভিরারে ওই ৪ জন শ্রমিক প্ল্যান্ট পরিষ্কার করার 🍨উদ্দেশ্যে প্রায় ২৫-৩০ ফুট গভীরে নেমেছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা দ্রুত পুলিশ ও দমকল খবর দেন। খবর পেয়ে পুলিশ এবং দমকল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু, তাদের বাঁচানো সম্ভব হয়নি। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অরনালা থানার পুলিশ একটি মামলা দায়ের করেছে। কী কারণে এই ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, ভিরার (পশ্চিম) রুস্তমজি গ্লোবাল সিটিতে ৩ টি প্ল্যান্টের একটির রক্ষণাবেক্ষণের জন্য ওই বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে মঙ্গলবার ৬-৭ জন শ্রমিক রক্ষণাবেক্ষণ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে ১ জন শ্রমিক ২৫ থেকে ৩০ ফুট গভীরে প্রবেশ করেন। কিন্তু, অনেকক্ষণ পরেও ফিরে না আসায় আরও ২ শ্রমিক নিচে 🐷নামেন। তারাও ফিরে আসেননি। পর﷽ে আরও ১ জন নিচে নামেন। অন্য দুজন অস্বস্তি বোধ করলে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তখন আশেপাশের স্থানীয়রা সেখানে ছুটে আসেন। কীভাবে শ্রমিকরা প্ল্যান্টে প্রবেশ করেছিল তা জানতে প্ল্যান্ট এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
শহরের ব🐻াসিন্দারা জানান, যারা রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন তারা ঠিকমতো নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেননি। শ্রম♐িকদের হাতে গ্লাভস থাকলেও কারও মুখে মাস্ক ছিল না। পুলিশ জানিয়েছে, সংস্থার দুই ব্যক্তি এবং পুরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।