গুজরাট এবং হরিয়ানায় মারুতি সুজুকির নয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে মারুতি সুজুকির উপস্থিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে এই নয়া প্রকল্প তৈরি করা হচ্ছে। মোদী রবিবার গুজরাটের হাঁসালপুরে মারুতি সুজুকির ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি তৈরির কারখানার ভিত্🦋তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে হরিয়ানায় সোনিপত জেলার খারখোদায় কোম্পানির যানবাহন উৎপাদন করার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
ভারতে মারুতি সুজুকির ৪০ বছর উপস্থিতির কথা স্মরণ করে গান্ধীনগরে অনুষ্ঠানে মোদী রবিবার বলেন, এই কোম্পানির সাফল্য ভারত ও জাপানের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের লক্ষণ। প্রধানমন্ত্রী বলেন, ‘গত আট বছরে ভারত ও জাপানের সম্পর্ক নতুন উচ্চ꧋তায় পৌঁছেছে। আজ গুজরাট-মহারাষ্ট্রের বুলেট ট্রেন থেকে শুরু করে উত্তরপ্রদেশের বেনারসের রুদ্রাক্ষ কেন্দ্র পর্যন্ত অনেক উন্নয়ন প্রকল্পই ভারত ও জাপান বন্ধুত্বের উদাহরণ তুলে ধরেছে।’ প্রধানমন্ত্রী বলেন যে মারুতি সুজুকি গুজরাটের হাঁসালপুরে একটি ইভি ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপন করায় তিনি খুশি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বৈদ্যুতিক গাড়ির একটি বড় বৈশিষ্ট্য হল তারা নীরব। দুই চাকার গাড়ি হোক বা চার চাকার, তারা কোনও শব্দ করে না। গাড়ির এই নীরবতা ভারতের নীরব বিপ্লবের সূচনার চিহ্ন।’ প্রধানমন্ত্রীꦚ আরও বলেন, ‘আমি পরামর্শ দিতে চাই, মারুতি সুজুকি যাতে কমপ্রেসড বায়োমিথেন গ্যাস সম্পর্কিত পণ্য তৈরির কাজ শুরু করা উচিত।’
এদিকে রবিবারের অনুষ্ঠানে জন্য একটি ভিডিয়ো বার্তা পাঠান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, ‘আমরা ভারতের জনগণ এবং স💎রকারের সমর্থনের জন্যই মারুতি সুজুকির এই সাফল্য। আর এর জন্য আমরা ঋণী। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উৎপাদন খাতের জন্য বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপ করা হয়েছে। এর কারণে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঊর্ধ্বমুখী হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্র💝ধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলে আমরা দুই দেশের কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করব। উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বাস্তবায়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা এই ক্ষেত্রে প্রচেষ্টা জারি রাখব।’