প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট মিটিং। সেই মিটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রেলের। বৈঠক সূত্রে খবর, এবার থেকে রেলের বিশেষ যোগাযোগের জন্য ফোর জি স্পেকট্রাম ব্যবহার করা হবে। ২জি স্পেকট্রামের জায়গায় এবার ব্যবহার করা হবে ফোরজি স্পেকট্রাম। এর জেরে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, এই নতুন প্রযুক্তির মাধ্যমে রিয়েল টাইম কমিউনিকেশন বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি রেলের সিগন্যালিং সিস্টেমকে উ💜ন্নত করারও আশ্বাস দিয়েছেন তিনি।
এর সঙ্গেই অটোমেটিক ট্রেন প্রটেকশন মেকানিজম সিস্টেমকে আরও উন্নতভাবে প্রয়োগ করার ব্যাপারেও কথাবার্তা হয়েছে। মূলত ট্রেন দুর্ঘটনা এড়ানোর জন্যই ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, চারটি ভারতীয় কোম্পানি এই বিশেষ প্রযুক্তির ডিজাইন করেছে। এটি মেক ইন ইন্ডিয়ার একটা সুন্দর উদাহরণ, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ‘যাত্রী সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রেনের সিগন্যালিং ব্যবস্থাকে উন্নত করা হলে আরও ট্রেন চালানো সম্ভব হবে।’ আগামী ৫ বছরের মধ্যে এই নয়া প্রযুক্তি বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হবে। তবে গোটা পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রায় ২৫০০০ 🌜কোটি টাকা খরচ হবে। আত্ম নির্ভর ভারতের নানা দিক নিয়েও এদিন মতামত দেন কেন্দ্রীয় মন্ত্রী।