অরুণাচলপ্রদেশে একটি টহলের সময় তুষারধসে আটকে পড়েছেন ৭ ভারতীয় সেনা কর্মী। ঘটনাটি গত ৬ ফেব্রুয়ারি ঘটেছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অরুণাচলের কামেং সেক্টরের উঁচু এলাকায় টহলের স🥂ময় তুষারধসে আটকে পড়েন এই সেনা কর্মীরা।
সেনার তরফে জানানো হয়েছে যে এই সেনা কর্মীদের খুঁজে বের করতে তারা তত্পর। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য বিশেষা দলগুকে এয়ারলিফট করে ঘꦦ✱টনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ဣশীতের মাসগুলিতে উঁচু এলাকায় টহল দেওয়ার কাজটা বেশ কঠিন। সেনাবাহিনী আগেও এই ধরনের ঘটনায় জওয়ানদের হারিয়েছে। ২০২০ সালের মে মাসে একটি টহল-কাম-স্নো-ক্লিয়ারিং পার্টির দুই সেনা সেনাকর্মী সিকিমে একটি তুষারধসে আটকে পড়ে মারা গিয়েছিলেন।
গত বছরের অক্টোবরে উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে তুষারধসে পাঁচজন নৌবাহিনীর কর্মী আটকে পড়েছিলেন। একটি অভিযানে গিয়েছিলেন সেই নৌকর্মীরা। পরে তাঁদের দেহ෴াবশেষ উদ্ধার করা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকার সংসদকে জানিয়েছিল, ২০১৯ সালে সিয়াচেন হিমবাহে তুষারপাত এবং তুষারধসের কারণে মোট ছয়জন সেনা কর্মী মারা গিয়েছিলেন। এবং দেশের অন্যত্র এই ধরনের ঘটনায় মোট ১১ জন সেনাকর্মী নিহত হয়েছেন।