রেল স্টেশনে হা💟মলার পর এবার পাকিস্তানের আধা সামরিক বাহিনীর একটি পোস্টে হামলা চালাল জঙ্গিরা। দক্ষিণ-পশ্চিম বালুচিস্তানে প্রায় ৪০ থেকে ৫০ জন সশস্ত্র জঙ্গি কালাত জেলার ফ্রন্টিয়ার কর্পস বালুচিস্তানে পরিচালিত একটি সীমান্ত পোস্টে হামলা চালায়। দুপক্ষের মধ্যে তুমুল গুলি বিনিম𒁃য় হয়। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। ঘটনায় ৭ জন সেনা জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আরও পড়ুন: সীমান্তে দুই পাকিস্তানি জঙ্গিকে♍♊ খতম করল সেনা, গুলির লড়াইয়ে মৃত্যু ২ জওয়ানের
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় আধিকারিক জানান, প্রায় ৪০ থেকে ৫০ জন সশস্ত্র জঙ্গি হামলা চালায়। একজন স্থানীয় প্রশাসনিক আধিকারিক হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য এই প্রত্যন্ত এলাকা থেকে &nbs⛦p;কোয়েটায় বিমানে করে নিয়ে যাওয়া হয়।
বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। এই জঙ্গি সংগঠনের মুখপাত্র জিয়ান্দ বালোচ বিস্তারিত না জানিয়ে হামলার দায় স্বীকার করেছেন। উল্লেখ্য, অতীতে পাকিস্তানে বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনী এবং পাক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে বিএলএ। প্রশাসনের আধিকারিকদের দাবি, জঙ্গিরা বিদেশি লগ্নিতে বিভিন্ন জ্বালানি প্রকল্পগুলিকে টার্গেট করেছে। বিশেষ করে চিন থেকে দেশের সবচেয়ে দরিদ্র অংশের বাসিন্দাদের বাদ দিয়ে সম্পদ সমৃদ্ধ অঞ্চলকে শোষণ করার জন༺্য বহিরাগতদের অভিযুক্ত করেছে৷
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র সমালোচনা করেছেন। শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জঙ্গি হামলার নিন্দা করে অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যব🌱স্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বালুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী হামলা চালিয়েছিল বিএলএ। তাতে ২৬ জন নিহত হয়েছিলেন। তারপর এবার ফের বালুচিস্তানে সেনা বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। বিএলএ সেই হামলার দায় স্বীকার করেছিল। তারা বলেছিল, যে আগের হামলাটি কোয়েটা রেলওয়ে স্টেশনে একটি পাকিস্তানি সেনা ইউনিটের উপর চালানো হয়েছিল। এছাড়াও বালুচিস্তানে বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে বিএলএ। সপ্তাহখানেক আগে জঙ্গিরা পোলিও অভিযান চলাকালীন একটি স্কুলেও হামলা চালিয়েছিল। তাতে পাঁচজন স্কুল পড়ুয়🍰া সহ সাত জন নিহত হয়েছিলেন।পাকিস্তান এবং প্রতিবেশী আফগানিস্তান একমাত্র দেশ যেখানে পোলিও মহামারী রয়ে গিয়েছে এবং টিকাদান দলগুলি প্রায়শই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো জঙ্গিদের দ্বারা টার্গেট হয়ে যায়।