দক্ষিণ ভারত এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বর্ষা প্রবেশ করলেও দেশের বিস্তীর্ণ অংশে এখনও চলছে তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরে গ্রীষ্মের দাবদহে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার তা🐓পপ্রবাহের জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হল ৯ জন ভোট কর্মীর। তারা উত্তর প্রদেশের মির্জাপুরে ভোটের ডিউটিতে মোতায়েন ছিলেন। জ্বর এবং উচ্চ রক্তচাপের কারণে তাদের মৃত্যু হয়েছে। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তীব্র গরমের ফলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: তাপ✤প্রবাহের জেরে হিটস্ট্রোক, ৩ রাজ্যে ৩৬ ঘণ্টায় মৃত্📖যু ভোটকর্মী সহ ২২ জনের
জানা যাচ্ছে, তীব্র গরমের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন ২৩ জন নির্বাচনী কর্মী। তাদের মধ্যে রয়েছেন পিএসসি, 𒅌দমকল, পুলিশ এবং হোম গার্ডরা। তাদের মির্জাপুরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা যাচ্ছে, আজ ভোট গ্রহণ চলছে মির্জাপুর কেন্দ্রে। এই উদ্দেশ্যে এই সমস্ত কর্মীরা শুক্রবার ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন। সেই সময় তা𒊎রা অসুস্থ হয়ে পড়েন। মৃতদের মধ্যে ৬ জন হলেন হোম গার্ড।
উল্লেখ্য, এদিন মির্জাপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে সেখানে তাপমাত্রা ৪৯ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা।যাচ্ছে, মৃতদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। এখনও অনেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদেহগুলি জন্য পাঠানো হয়♛েছে। তারপরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মির্জাপুরের ডিভিশনাল মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট🐽 ইন চিফ ▨ডা. তরুণ সিং জানিয়েছেন যে হোমগার্ড সহ ২৩ জন ভোটকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক রোগীকে চিকিৎসার জন্য বারাণসীতে রেফার করা হয়েছে।পুলিশ সুপার (মির্জাপুর) অভিনন্দন এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ভোটের কাজের জন্য তাদের মির্জাপুরে পাঠানো হয়েছিল। সেই সময় ৬ জন হোম গার্ডের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন গোণ্ডা জেলার। এছাড়া বাকিরা প্রয়াগরাজ, বস্তি, কৌশাম্বী এবং মির্জাপুর জেলার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের পরিবারকে জানানো হয়েছে।মনে করা হচ্ছে তারা তাপ সহ্য করতে পারেননি বলেই এই ঘটনা ঘটেছে। এক থেকে দেড় ঘণ্টার ব্যবধানে ৬ জন হোমগার্ড মারা যান।