দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে মিলল পাঁচ ফুট লম্বা এ🍎কটি সাপ! এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় বাড়ির কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ এসওএসের কর্মীরা তৎপরতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
যদিও পাঁচ ফুট লম্বা সাপটি বিষধর ছিল না। এই সাপটি চেকার্ড কিলব্যাক বা জলঢোঁড়া সাপ হি𒈔সেবেই পরিচিত। তবে প্র🌳াথমিকভাবে সাপটিকে দেখার পর ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সকলেই।
সাপের পেটের ভিতর থেকে বেরলো আরেকটা সাপ,🦩 চাঞ্চল্য শান্তিপুরে
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার নিরাপত্তা কর্মীরা অমিত শাহের গার্ডরুমের কাছে এই সাপটিকে দেখেন। সেটি ঘরের ভিতরে একটি কাঠের ফাঁকে লুকিয়ে ছিল। ওয়াইল্ড লাইফ এসওএসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লির বাংলোতে গার্ড রুমে এই সাপ দেখে নিরাপত্তা কর্মীরা হতবাক হয়ে যান। এরপরই তারা খবর দেন ওয়াইল্ড লাইফ এসওএসে। উদ্ধার সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছয় একটি দুই সদস্যের উদ্ধারকারী দল। এরপরেಌই সাপটিকে উদ্ধার করে এসওএস।
চেকার্ড কিলব্যাক প্রধানত জলাশয়ে যেমন হ্রদ, নদী এবং পুকুর, নালা, কৃষি জমি, কূপ ইত্যাদি꧃তে পাওয়া যায়। এই প্রজাতির সাপ ১৯৭২ সালের বন্যপ্রাণী (সুরক্ষা) আইনে সুরক্ষিত। ওই সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও কার্তিক সত্যনারায়ণ বলেন, ‘আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কর্মরত নিরাপত্তা কর্মীদের কাছে কৃতজ্ঞ যে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রেই সাপ দেখে তা মেরে ফেলা হয়। তবে নিরপত্তা রক্ষীরা সাপ উদ্ধারে আমাদের সাহায্য করেছেন। উল্লেখ্য, এবছর বর্ষার মরশুমে দিল্লির বিভিন্ন এলাকা থেকে ৭০টিরও বেশি সাপ উদ্ধার করা হয়েছে।