মর্মান্তিক ঘটনা। হাসপাতালে ꧒ডায়ালিসিস চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি উত্তরপ্রদেশের আমরোহা জেলা হাসপাতালে ঘটেছে। মৃত রোগীর নাম মহম্মদ আমির। এই ঘটনায়꧑ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। যদিও হাসপাতাল এই ঘটনায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
যন্ত্রণা নিয়ে নার্সের কাছে ছুটে গেলেন রোগী, মিলল না চিকিৎসা, অবশেষ🐎ে মৃত্যু
জানা গিয়েছে, আমরোহার বাসিন্দা আমির ডায়ালিসিস করতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা হাসপাতালে পৌঁছন। তার ডায়ালিসিস শুরু হয়ে যায়। তবে হাসপাতাল𝔍ের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার চিকিৎসা ব্যাহত হয়। আমির ডায়ালিসিস ইউনিটের বাইরে বিদ্যুৎ আসার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু, অনেক কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ না আসার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তার পরিবার তাকে দ্রুত মো🦩রাদাবাদের অন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
জেল𒅌া হাসপাতালের মুখ্য মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (সিএমএস) ডা. প্রেমা পন্ত জানান, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার ফলে রোগীর ডায়ালিসিস করা যায়নি। হাসপাতালেই জেনারেটর ছিল। যা কাজ করছিল। কিন্তু রোগীর অবস্থা আগে থেকেই💜 খারাপ ছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি কোম্পানিকে। তাদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।