সব চিকিৎসক কি আসল? নাকি চিকিৎসকের নাম করে এমন অনেকে মিশে রয়েছেন যারা আসলে চিকিৎসকই নন। পুরো হাতুড়ে। তেমনই ঘটনা হয়েছে বিহারে। একজন হাতুড়ে চিকিৎসক গল ব্লাডার স্টোন অপারেশন করেছিলেন। আর তাতেই বিরাট বিপত্তি। মোবাই🃏লে ইউটিউব ভিডিয়ো দেখে তিনি এই কাজ করেন বলে খবর। রবিবার বিহারের সরন জেলার ঘটনা।
ওই হাতুড়ে চিকিৎসকের নাম অজিত কুমার পুরী। মধুপুরা থানা এ𒁏লাকার বাসিন্দা কৃষ্ণ কুমার ওরফে গোলুকে নিয়ে যাওয়া হয়েছিল ওই হাতুড়ের কাছে। ওই কিশোরের পরিবারের দাবি তার পেটে প্রচন্ড ব্যাথা হচꦗ্ছিল। সেই সঙ্গেই তার বমি হচ্ছিল মাঝেমধ্যেই।
তবে ওষুধ খাওয়ার পরে প্রাথমিকভাবে সে কিছুটা সুস্থ ছিল। তবে ওই হাতুড়ে পরিবারকে বলেছিল তাড়াতাড়ি অপারেশনটা করে ফেলুন। এরপর তিনিꦕ গোলুর বাবাকে বলেন ডিজেল নিয়ে আসুন। গল🧜ুর দাদু জানিয়েছেন, আমাদের সম্মতি ছাড়াই অপারেশন শুরু করে দিল। মোবাইলে ভিডিয়ো দেখে এসব করছিল।
এদিকে গলুর শারীরিক অবস🦩্থা ক্রমেই অবনতি হচ্ছিল। এরপর ওই হাতুড়ে একটা অ্যাম্বুল্যান্স জোগাড় করে তাকে পাটনা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ততক্ষণে মারা গিয়েছে গলু। এদিকে খবর শুনেই ওই হাতুড়ে চি⛦কিৎসক ও তার স্টাফরা গা ঢাকা দেন। গলুর বাবা চন্দন সাহা জানিয়েছেন ভুল অপারেশন করেছিল। সেকারণেই ছেলেকে হারালাম।