আপনার জন্য রইল একটি ধাঁধা। তার আগে বলে দিই, একদম বেশি স্ক্রল করবেন না। আগে উপরের ছবিটি দেখুন। অথবা ঠিক এই অনুচ্ছেদের শেষে টুইটের ছবিটি দেখুন। একটি স্নো লেপার্ড রয়েছে এই ছবিতেই। ১ মিনিটের মধ্যে তাকে খুঁজে বের করতে পারবেন? আপনার সময় শুরু♑ এখন...
ছবিটি টুইট করেছেন আইএফএস আধিকারিক রমেশ পাণ্ডে। স্নো লেপার্ডদের পর্বতের অশরীরী বলা হয় বলেও উল্লেখ করেছেন। আর তার কারণও বোঝা কঠিন নয়।তবে একটু ভালো করে দেখলেই কিন্তু তাঁকে খুঁজে পাবেন। এতক্ষণে হয় তো পেয়েও গিয়েছেন। প্রাণীটির এই ক্ষমতাই তাকে পাথুরে দুর্গম স্থানেও দুর🎐্দান্ত শিকারী করে তোলে।
যদি খুঁজে পেয়ে থাকেন, তবে আপনাকে অভিনন্দন। আর না পেয়ে থাকলেও হতাশ♉ হওয়ার কিছু নেই! দেখে নিন ঠিক কোথায় ক্যামোফ্লাজ হয়ে আছে স্নো লেপার্ডটি :
এটাই স🥀্নো লেপার্ডের গায়ের বিশেষ প্যাটার্নের কার্যকারিতা! এই গায়ের রঙই তাকে ক্যামোফ্লাজে সাহায্য করে। আর তাই পাথর বা বরফে ঘাপটি মেরে থাকতে, এ💝দের জুড়ি মেলা ভার।