ক্রিকেট নিয়ে বচসার জেরে এক যুবককে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে নয়ডা এক্সটেনশনে। মৃত যুবকের নাম সুমিত (২৪)। গত🍬কাল রবিবার বচসার জেরে তিনজন পিছু ধাওয়া করে ওই যুবককে খুন করে বলে অভিযোগ। এ ঘটনার পরে অভিযুক্ত তিন জন পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: মুখে হাতুড়ির ৫০ 🍸ঘা, খাবার ও আশ্রয় পাওয়া মার্কিন 🌠গৃহহীন ব্যক্তির হাতে খুন ভারতীয়
জানা গিয়েছে, সুমিত উত্তর প্রদেশের মীরাট জেলার বাসিন্দ। ক্রিকেট ম্যাচ নিয়ে ওই তিনজনের সঙ্গে বচসা জড়িয়ে পড়েছিলেন সুমিত। এরপর অবস্থা বেগতিক বুঝে তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করেন সুমিত। অভিযুক্তরাও তার পিছু ধাওয়া করে। তখন সুমিত একটি ড্রেনে পড়ে যান। তখন উঠে আবার পালানোর চেষ্টা করে সুমিত। কিন্ত🐻ু, তিনজন তাকে ধরে ফেলে এবং পাথর দিয়ে মাথায় বার বার এবং আঘাত করে। ঘটনায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মৃত যুবকের পরিবারের কাছ থেকে পুলিশ একটি অভিযোগ পেয়েছে এবং তদন্ত শুরু করেছে।
পুলিশে ডিসি (সেন্ট্রাল নয়ডা) হিরদেশ কাথেরিয়া জানান, বিসরাখ থানার আধিকারিকদের বিকালে চিপিয়ানা গ্রামের কাছে ক্রিকেট ম🍷্যাচ চলাকালীন এই মারধর খবর পায়। তিনি জানান, বিসরাখ থানায় মূল অভিযুক্ত হিমাং🌃শু এবং অন্য দুজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এই কয়েকদিন আগে ই একই ধরনের ঘটন🌱া ঘটেছিল নয়ডায়। সেখানকার সুরজপুর এলাকায় ক্রিকেট ম্যাচ চলাকালীন বচসার জেরে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় একজন নাবালক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ওই যুবকের নাম কপিল। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তার চিকিৎসা করা হয়। ঘটনায় পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩০৭ ধারায় খুনের চেষ্টা মামলা রুজু করে।
জানা যায়, ওই যুবক মাঠে খেলতে গিয়েছিলেন সেই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনায় খবর পেয়ে যুবকের বাবা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় পুলিশ ঘাতক ছুরি উদ্ধ💯ার করে। শুধু এই ঘটনাই নয়, ক্রিকেট নিয়ে বচসার জেরে খুনের ঘটনা এর আগেও একাধিক জায়গায় ঘটেছে।