এবিজি শিপইয়ার্ড মামলা। দেশের সবথেকে বড় ব্যাঙ্কিং প্রতারণার মামলা বলে পরিচিত। এনিয়েই বিবৃতি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।এর সঙ্গেই তিনি জানিয়েছেন ইউপিএ সরকারের আমলেই এই কেলেঙ্কারি হয়েছিল। পাশাপাশি এদিকে তিনি রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের ডিরেক্টরদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি জানিয়েছেন, কম সময়ের মধ্যেই ব্যাঙ্কগুলি এই প্রতারণা ধরে ফেলেছে। এদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক সহ প্রায় দু ডজন ব্যাঙ্ক এই প্রতারণার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এবিজি শিপ ইয়ার্ড লিমিটেড ও তার প্রাক্তন চেয়ারম্যান ও এমডি ঋষি কমলেশ আগরওয়াল সহ অন্য়দের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এসবিআই এই সংস্থাকে ঋণ দেওয়া সত্ত্বেও মামলা শুরু করতে দেরি করেছিল বলে অভিযোগ।তবে এক্ষেত্র এসবিআই জানিয়েছে ফরেন্সিক অডিট রিপোর্টের পর সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে তারাও পদক্ষেপ নিয়েছে। এদিকে সিবিআই সূত্রে খবর, ২০১২-১৭ সালের মধ্যে এই ব্যাঙ্কিং প্রতারণার জাল বোনা হয়েছিল। সিবিআই ইতিমধ্যেই সংস্থার তৎকালীন কার্যকরী ডিরেক্টরের পাশাপাশি অন্যান্য ডিরেক্টরের বিরুদ্ধেও মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসঘাতকতা, ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ এনে মামলা করা হয়েছে।