গাড়ি দুর্ঘটনꦡার ক্ষতিপূরণ সংক্রান্ত প্রায় ৪০ বছরের পুরানো একটি আইনকে পুনর্বিবেচনার জন্য় কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ২০ লাখ অথবা গাড়ি পিছু ২৫০০ টাকা সেই ১৯৮২ সালে নির্ধারিত করা হয়েছিল। এরপর এতগুলো বছর পের💧িয়ে গিয়েছে। আইনের কোনও সংশোধন করা হয়নি। সড়ক দুর্ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের জন্য় যে অঙ্ক ৪০ বছর আগে ধার্য করা হয়েছিল সেটা এখনও চলে আসছে। জাস্টিস সঞ্জয় কিষান কাউল ও এমএম সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে, প্রায় ৪০টি বছর কেটে গিয়েছে। তবু এনিয়ে এখনও আইনের কোনও পরিমার্জনা করা হয়নি। এমনকী ক্ষতিপূরণের এই অঙ্ক অত্য়ন্ত স্বল্প বলেও উল্লেখ করেছে আদালত।
এদিকে ক্ষতিপূরণের টাকা পাওয়া যায় না বলে বার বারই নানা অভিযোগ ওঠে। অন্য়দিকে স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনও এনিয়ে ফান্ডের অভাবের কথা উল্লেখ করে। এদিকে গত বছর ১৬ নভেম্বর শীর্ষ আদালত ꦆরাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়ে জানিয়েছিল, গত তিনটি আর্থিক বছরের ক্ষতিপূরণ দ্রুত মেটাতে উদ্যোগ নিতে হবে। এদিকে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন আদালতকে জানিয়েছে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই সরকারের। এটা কার্যত বোঝা হয়ে দাঁড়াবে। তবে শেষ পর্যন্ত আদালত রাজ্যের অনুরোধ নাকচ করে দেয়।