রবার্ট আব্রাহাম
𓃲প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠান শুনতে আসেননি অন্তত ৩৬জন পড়ুয়া। চন্ডীগড়ের সেই PGIMER পড়ুয়াদের জন্য় কড়া শাস্তির ব্যবস্থা করল কর্তৃপক্ষ। এনিয়ে রীতিমতো নির্দেশ জারি করা হয়েছে।
ওন্যাশানাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনের ৩৬জন আবাসিক পড়ুয়ার জন্য় এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠান শোনার জন্য় নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্ত সব মিলিয়ে ৩৬জন পড়ুয়া এই নির্দেশ অমান্য করেছিলেন বলে খবর। তার মধ্যে ২৮জন পড়ুয়া তৃতীয় বর্ষের ও আটজন পড়ুয়া প্রথম বর্ষের। তাদেরকে শাস্তি হিসাবে এবার হস্টেল থেকে এক সপ্তাহের জন্য বের না হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। হস্টেল থেকে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚহস্টেলের এক স্টাফ জানিয়েছেন, PGIMER -এর ডিরেক্টরের অফিস থেকে এই নির্দেশ জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সকলকে একটি নির্দিষ্ট জায়গায় হাজির হয়ে মন কী বাত অনুষ্ঠান শোনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নার্সিং পড়ুয়াদের মধ্য়ে কয়েকজন এই নির্দেশ মানেননি বলে অভিযোগ। এবার তাদের বিরুদ্ধেই নেমে এল শাস্তির খাঁড়া।
༺পরে ওয়ার্ডেনের তরফে জানানো হয়েছিল, প্রথম ও তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়ারা যাতে বাধ্য়তামূলকভাবে মন কী বাতের অনুষ্ঠানে অংশ নেন সেটা বলা হয়েছিল। কিন্তু সেটা তারা মানেননি বলে অভিযোগ।
🎃তিনি জানিয়েছিলেন, রাতে ও সকালে তিনি বার বার পড়ুয়াদের জানিয়েছিলেন, এই প্রোগ্রামে যেতেই হবে। কিন্তু তারপরেও তাদের মধ্যে কয়েকজন যাননি। PGIMER-এর ডেপুটি ডিরেক্টর কুমার গৌরব ধাওয়ান জানিয়েছেন, প্রিন্সিপালের কাছ থেকে তারা জবাব চেয়েছেন।
ౠএদিকে প্রিন্সিপাল ডাঃ সুখপাল কৌর জানিয়েছেন, ওই পড়ুয়াদের জন্য় আমি দায়ী।
🍃এদিকে গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব। মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। চন্ডীগড় যুব কংগ্রেসের রাজ্য সভাপতি মনোজ লুবানা জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রোগ্রামকে এভাবে সকলকে শুনতে হবে একথা বলে মোদী সরকার আসলে ক্ষমতার অপব্যবহার করছে।