এব🐽ার রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় পদক্ষেপ বাজাজ ফিনান্সের বিরুꦆদ্ধে। বাজাজ ফিনান্সের দুটি ঋণদানকারী পণ্য ‘ই কম’ ও 'ইনস্টা ইএমআই কার্ড' এর আওতায় এখন ঋণ দান ও ঋণের অনুমোদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪ এর আওতায় সেকশন ৪৫এল(১) (বি) এর অধীনে এই পদক্ষেপ করেছে আরবিআই।
জানা গিয়েছে, ওই দুই পণ্যের আওতায় গ্রাহকদের পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার দায়ে এমন পদক্ষেপ বাজাজ ফিনান্সের বিরুদ্ধে নিয়েছে রিজার্ভ ব্ꦅযাঙ্ক। বুধবার বাজাজ ফিনান্সকে যে নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক দিয়েছে, তাতে এই নির্দেশ এখনই কার্যকরী করার কথা বলা হয়েছে। বাজাজ ফিনান্সের ই কম ও ইএমআই কার্ড এই দুই পণ্যের আওতায় ঋণ দান এ ঋণ অনুমোদন করা বন্ধের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে ডিজিটাল মাধ্যমে ঋণদানে যে গাইডলাইন রয়েছে, তা সংস্থা মেনে চলেনি। আর সেই সংক্রান্ত ক্ষেত্রেই এই পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক, ব্যাঙ্ক জানিয়েছে, ‘ এই দুই ঋণদানকারী পণ্যের আওতায় বিশেষত কি ফ্যাক্ট স্টেটমেন্ট না মা🍬নার কারণে’ এই পদক্ষেপ।
বাজাজ ফিনান্সই প্রথম নয়। এর আগে, আরবিআই দেশের আরও বেশ কিছু ব্যাঙ্কের ওপর পদক্ষেপ করে। নিয়ম লঙ্ঘনের জন্য ওই দুই ব্যাঙ্কের ওপর জরিমানা ধার্য করে আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ꧋্ক সদ্য এসবিআইয়েরউপর নিয়ম না মানার দায়ে কোটি টাকার জরিমানা ধার্য করে। সেবার ঋণ সহജ অন্যান্য ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের জন্য এই জরিমানা ধার্য করা হয়েছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে সদ্য ১.৩ কোটি টাকার জরিমানা চাপানো হয়েছে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাঙ্কের উপর ১.৬২ কোটি টাকার জরিমানা চাপানো হয়েছে। এরপর কোপ পড়ল বাজাজ ফিনান্সের উপর।