আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর সামনে আসতেই এশিয়ার বিভিন্ন বাজারে আদানির ডলার বন্ডের দাম পড়ে গিয়েছে। আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের যে বন্ডের ম্যাচিউরিটি ২০২৭ সালের অগস্টে, সেটার দাম কমেছে ডলারে পাঁচ সেন্টেরও বেশি। এদিকে আদানি ইলেকট্রিসিটি মুম্বইয়ের যে বন্ডের ম্যাচিউরিটি ২০৩০ সালের ফেব্রুয়ারি, সেটির দাম কমেছে প্রায় ৮ সেন্ট। এদিকে আদানি ট্রান্সমিশনের বন্ডের দাম পাঁচ সেন্টেরও বেশি কমে ৮০ সেন্টে গিয়ে ঠেকেছে বলে দাবি করা হয় রিপোর্টে। ২০২৩ সালে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট পরবর্তী ধাক্কার পর এবারই এতটা দাম কমল আদানির বন্ডের। (আরও পড়ুন: ঘুষ নিয়ে পাওয়ার পয়েন্𝓡ট প্রেজ༺েন্টেশন, এক্সেল শিট পেশ করা হয়েছিল আদানিকে?)
আরও পড়ুন: USA-তে মামলায় অভিযুক্ত 𝄹আদানি, এরই ম🧔াঝে গৌতমের বিরুদ্ধে বিস্ফোরক FBI সহপরিচালক
এদিকে ভারতীয় শেয়ার বাজারেও আদানির শেয়ারের দাম পড়েছে আজ। আজ আদানি পাওয়ারের শেয়ারের দাম একটা সময় প্রায় ৮৫.৪০ টাকা কিংবা ১৬.৪৭ শতাংশ পড়ে গিয়েছিল। এর ফলে আদানি পাওয়ারের শেয়ারের দাম গিয়ে ঠেকে ৪৩৭.৭০ টাকায়। এদিকে আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের শেয়ারের দাম আজ এক ধাক্কায় ১৯৩.৪৫ টাকা বা ১৫ শতাংশ নেমে যায়। এর জেরে আদানি পোর্টের শেয়ারের দাম গিয়ে ঠেকে ১০৯৬.২০ টাকায়। আদানি এন্টপ্রাইজ লিমিটেডের শেয়ারের দাম আজ এক ধাক্কায় ৫৬৪.৩৫ টাকা কিংবা ২০ শতাংশ কমে যায় আজ। এর জেরে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম গিয়ে ঠেকে ২২৫৭.১৫ টাকায়। আদানি এনার্জি সলিউশন্সের শেয়ারের দাম আজ বাজার খুলতেই ২০ শতাংশ বা ১৭৪.৩০ টাকা কমে গিয়েছিল। এর জেরে এই সংস্থার শেয়ারের দাম নেমে আসে ৬৯৭.২৫ টাকায়। এছাড়া আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ারের দাম আজ প্রায় ১৯ শতাংশ বা ২৬৪ টাকা কমে গিয়েছিল। এর জেরে সংস্থার শেয়ারের দাম গিয়ে ঠেকে ১১৪৬.৮০ টাকায়। (আরও পড়ুন: কানাডায় নি✱জ্জর খুনের ছকের বিষয়ে আগে থেকেই জানতেন মোদী? অভিযোগ ন꧙িয়ে মুখ খুলল ভারত)