কথার যুদ্ধ অব্যাহত আদানি গ্রুপ এবং হিন্ডেনবার্গ রিসার্চের। ভারতের উপর ‘হামলা꧂’ চালানো হয়েছে বলে যে অভিযোগ তুলেছিল আদানি গ্রুপ, তার পালটা মার্কিন সংস্থার তরফে দাবি করা হল, জাতীয়তাবাদের অজুহাতে কারচুপি ধামাচাপা দেওয়া যাবে না। তারইমধ্যে সোমবার শেয়ার বাজার খোলার ক🔴িচুক্ষণের মধ্যেই ‘আপার সার্কিট' ছুঁয়ে ফেলল আদানি গ্রুপের দুটি শেয়ার।
আদানি এন্টারপ্রাইজের শেয়ার
গত সপ্তাহে শেষ দু'টি 🐻কর্মদিবসে ধস নেমেছিল আদানির শেয়ারে। তারইমধ্যে র♋বিবার রাতে আদানি গ্রুপের তরফে যে ৪১৩ পৃষ্ঠার বিবৃতি জারি করা হয়েছে, তার রেশ ধরে সোমবার বাজার খোলার পরেই ‘আপার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে আদানি এন্টারপ্রাইজের শেয়ার।
শেꦫয়ার বাজারে খোলার কয়েক মিনিটের মধ্যেই ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৩,০৩৭.৫৫ টাকায় ঠেকেছে। অর্থাৎ ১০ শতাংশের ‘আপার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে। বম্বে স্টক এক্সচেঞ্জেও (বিএসই) ‘আপার সার্কিট’ ছুঁয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ার। প্রতিটি শেয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚারের দাম পড়ছে ৩,০৩৮.৩৫ টাকা।
আদানি পোর্টসের শেয়ার
বিএসই এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনসিই) 'আপার সার্কিট' ছুঁয়ে ফেলেছে আদানি পোর্টসের শেয়ার। গত শুক্রবার যে স্তরে শেষ করেছিল আদ꧙ানি পোর্টস, সেখান থেকে আজ ১০ শতাংশ উত্থান হয়েছ🐓ে। যে শেয়ারও গত সপ্তাহের শেষের দিকে প্রবল চাপের মধ্যে ছিল।
আদানি গ্রুপের অন্যান্য শেয়ার
সোমবার আদানি পোর্টস এবং ♛আদানি এন্টারপ্রাইজ ঘুরে দাঁড়ালেও আদানি গ্রুপের অন্যান্য সংস্থার অবশ্য শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত আছে। নয়া সপ্তাহের প্রথম কর্মদিবসেও পতন জারি রয়েছে।
১) আদানি পাওয়ার: বিএসইতে পাঁচ শতাংশ পতনের মুখে পড়েছে আদানি পাওয়ারের শেয়ার। 🦄আপাতত প্রতিটি শেয়ারের দাম𝓡 পড়ছে ২৩৫.৬৫ টাকা।
২) আদানি ট্রান্সমিশন: আজই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ঠেকে গিয়েছে। আজ বাজার খোলার পর বিএসইতে আদানি ট্রান্সমিশনের প্রতিটি শেয়ারের দাম দ🐭াঁড়ায় ১,৬০৭.৮ টাকা। যা গত এক বছরে সর্বনিম্ন। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৬২১.২ টাকা। যা গত সেশনের থেকে ১৯.৩৩ শতাংশ কম।
৩) আদানি গ্রিন এনার্জি: বিএসইতে প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,২৩৩.৫৫ টাকা। পতন হয়েছে ১৬.৯ শতাংশ। আজই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ঠেকে গিয়েছিল। দাম নেꦰমে গিয়েছিল ১,১৯৫ টাকায়।
৪) আদানি গ্যাস: ২০ শতাংশ পতন হয়েছে। বিএসইতে প্রতিটি শেয়ারের দাম♉ প🌼ড়ছে ২,৩৪৭.৬৫ টাকা।
৫) আদামি উইলমার: বিএসইতে 💃আজ পাঁচ শতাংশ পতন হয়েছে। প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৪৯১.৪৫ টাকা।
আদানি ও হিন্ডেনবার্গের কথার যুদ্ধ
গত ২৪ জানুয়ারি আদানি গ্রুপের বিরুদ্ধে যে আর্থিক কারচুপির অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ, তা নিয়ে কথার যুদ্ধ চলছে। রবিবার রাতের দিকে আদানি গ্রুপের তরফে ৪১৩ পৃষ্ঠার বিবৃতিতে বলা হয়, ‘এটা স্রেফ নির্দিষ্ট কোনও সংস্থার উপর অযাচিত আক্রমণ নয়, বরং ভারতের উপর পরিকল্পিত আক্রমণ। ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, অখণ্ডতা ও গুণমান এবং ভারতের উন্নতি ও স্বপ্নไের উপর হামলা এটা।’ পালটা মার্কিন সংস্থার খোঁচা, জাতীয়তাবাদের আড়ালে কারচুপির বিষয় আটকে রাখা যাবে না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )