আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারে চলতি বছর এখনও পর্যন্ত দুর্দান্ত রিটার্ন মিলেছে। আদানি গ্রুপের অন্যতম সেরা শেয়ার আদানি পাওয়ার। এই শেয়ারটি চলতি বছর এখনও পর্যন্ত ২৩০%-এর বেশি রিটার্ন দিয়েছে। একইসঙ্গে, কোম্পানির শেয়ার গত ৫ বছরে ১১০%-এরও বেশি রিটার্ন দিয়েছে।𝓀 আদানি পাওয়ার জুন ২০২২ ত্রৈমাসিকে অসাধার൲ণ মুনাফা করেছে। আদানি পাওয়ারের মুনাফা ১৬ গুণ বেড়ে ৪,৭৮০ কোটি টাকা হয়েছে।
এই বছরেই ১০০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা
আদানি♈ পাওয়ারের শেয়ার চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ২৩৫% রিটার্ন দিয়েছে। বছরের শুরুতে, ৩ জানুয়ারি, ২০২২-এ, আদানি পাওয়ারের শেয়ার বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ১০১.৩০ টাকার স্তরে ছꩵিল। ১০ অগস্ট ২০২২-এ আদানি পাওয়ারের শেয়ার বেড়ে ৩৪০ টাকার স্তরে চলে এসেছে। আদানি পাওয়ারের শেয়ার গত এক মাসে বিনিয়োগকারীদের প্রায় ১৯% রিটার্ন দিয়েছে।
৫ বছরে ১১৪০% রিটার্ন দিয়েছে এই শেয়ার
আদানি পাওয়ারের শেয়ার গত ৫ বছরে বিনিয়োগকারীদের ১১৪০% রিটার্ন দিয়েছে। ১১ অগস্ট ২০১৭-এ BSE-তে আদানি পাওয়ারের শেয়ার ২৭.৩৫ টাকায় ছিল। আদানি পাওয়ারের শেয়ার ১০ অগস্ট, ২০২২ পর্যন্ত ৩৪০ টাকার স্তরে ট্রেড করছে। যদি কোনও ব্যক্তি ৫ বছর আগে আদানি পাওয়ারের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং তাঁর বিনিয়োগ ধরে রাখেন, তবে বর্তমানে তাঁর শেয়ারের 𓃲দাম ১২.৪৩ লক্ষ টাকা হয়ে যাবে।
আদানি পাওয়ারের মুনাফা ১৬১৯% বেড়েছে
আদানি পাওয়ার জুন ২০২২ ত্রৈমাসিকে ৪,৭৮০ কোটি টাকার একত্রিত মুনাফা ঘোষণা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা ১৬১৯% বেড়েছে। গত বছরের জুন ত্রৈমাসিকে আদানি পাওয়ার🍨ের মুনাফা ছিল ২৭৮ কোটি টাকা। আদানি পাওয়ারের মোট আয় গত বছরের একই সময়ে ৭,২১৩.২১ কোটি টাকা থেকে বেড়ে ১৫,৫০৯ কোটি টাকা হয়ে গিয়েছে।