শুরু হয়ে গেল আদিত্য-এল১ মিশনের চূড়ান্ত কাউন্টডাউন। আগামিকাল (২ সেপ্টেম্বর) সকাল ১১ 💦টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ভারতের প্রথম সৌরযান। যা বাড়ি বা অফিসে বসেই সরাসরি দেখতে পারবেন বলে ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, সূর্যের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য আদিত্য-এল১ উৎক্ষেপণ করা হচ্ছে। যেখান (লুগ্রেঞ্জ পয়েন্ট ১-র চারপাশে যে কক্ষপথ আছে, সেখানে) থেকে আদিত্য-এল১ যে পরীক্ষা চালাবে, সেখানে পৌঁছাতে ১২৫ দিনের মতো লাগবে বলে জানিয়েছেন ইসরোর প্রধান।
কখন থেকে আদিত্য-এল১ মিশনের সরাসরি সম্প্রচার দেখা যাবে?
ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১১ টা ২০ মিনিট থেক🍸ে আদিত্য-এল১ মিশনের সরাসরি সম্প্রচার শুরু হবে। অর্থাৎ উৎক্ষেপণের ৩০ মিনিট আগে থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি𝓰 সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা।
কোথায় আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার দেখা যাবে?
১) ইসরোর ইউটিউব পেজ:
২) ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট:
৩) ইসরোর ফেসবুক পেজ:
৪) ডিডি ন্যাশনাল টিভি।
৫) হিন্দুস্তান টাইমস বাংলা এবং হিন্দুস্তান টাইমস বাংলার সোশ্যাল মিডিয়া পেজ🉐 থেকেও আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।
আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সাফল্য কামনায় প্রার্থনা ইসরোর বিজ্ঞানীদের
শুক্রবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার সুল্লুরপেটার শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে আসেন ইসরোর চেয়ারম্যান। মন্দিরের এ⛎ক আধিকারিক জানিয়েছেন, সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ আসেন তিনি। ভারতের প্রথম সূর্যযান আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সাফল্য কামনায় পুজো দেন। প্রার্থনা করেন। যে মন্দিরে চন্দ্রযান-৩ মিশনের সময়ও সেই মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর প্রধান।
সংবাদসংস্থা পিটিআইয়ের 🦄প্রতিবেদন অনুযায়ী, শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরের এক্সিকিউটিভ অফিসার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন যে কোনও রকেট উৎক্ষেপণের আগে শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে ইসরোর বিজ্ঞানীরা আসেন। বিষয়টি কার্যত একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। ১৫ বছর ধরে তাঁরা আসছেন।