জন্মের আগেই সেই শিশুকে দত্তক নেওয়ার চুক্তি করেছিলেন এক দম্পতি। চুক্তির ৫দিন পরে শিশুর জন্ম হয়েছিল।এদিকে সেই শিশুর আইনি স্বীকৃতির♚ জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন দℱম্পতি। এবার তা নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল কর্ণাটক হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে গর্ভের ভেতর থাকা অবস্থায় কোনও শিশুর দত্তক নেওয়ার ব্যাপারে কোনও আইন ভারতে নেই।
আদালতের পর্যবেক্ষণ ২০২০ সালের ২৬ মার্চ শিশুর জন্ম হয়েছিল। তার ৫দিন আগে শিশুর দত্তক নেওয়া হয়েছিল। এদিকে সেই শ🅰িশুর বয়স এখন দু বছর। তবে ওই শিশুর দত্তক নেওয়ার আর্জি মানতে চায়নি আদালত। বিচারপতি বি ভিরাপ্পা ও বিচারপতি কেꦕ এস হেমলেখার ডিভিশন বেঞ্চ এই আর্জিকে খারিজ করে দিয়েছে।কারণ হিসাবে জানানো হয়েছে, এভাবে গর্ভস্থ শিশুকে দত্তক নেওয়ার কোনও আইন দেশে নেই। আসলে দত্তক সংক্রান্ত যে চুক্তি করা হয়েছিল তা শিশু জন্মের আগেই।
এদিকে শিশুটির জন্মদাতা বাবা ও মা হিন্দু।𒈔 কিন্তু য🤪ারা শিশুকে দত্তক নিতে চেয়েছিলেন তারা মুসলিম। আসলে অভাবের তাড়নাতেই তারা শিশুকে মুসলিম দম্পতির হাতে তুলে দিতে চেয়েছিলেন।গর্ভে থাকাকালীনই দত্তক সংক্রান্ত চুক্তি হয়েছিল। আর ভুলটা কার্যত হয়ে গিয়েছিল এখানেই।
এদিকে আগেই কর্ণাটকের একটি নিম্ন আদালতে দত্তককে স্বীকৃতির দাবিতে আবেদন করেছিলেন ওই দম্পতি। কিন্তু সেখানেও আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন🧸। কিন্তু আদালত 🔯জানিয়েছে, জন্মদাতা বাবা মায়ের কাছে ফেরৎ দিতে হবে শিশুকে। আর দারিদ্র থাকা সত্ত্বেও শিশু মানুষ করা সম্ভব বলেও মতামত দিয়েছে আদালত। এক্ষেত্রে সরকারি নানা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার কথাও জানিয়েছে আদালত।