আব্রাহাম থমাস
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ব্যভিচারকে হালকাভাবে নেবেন না। এর জেরে দাম্পত্য সম্পর্ক ভেঙে যেতে পারে। বাচ্চাদের মধ্যেও সমস্যা তৈরি হতে পারে। 🍸বিচারপতি কেএম যোশেফের বেঞ্চ জানিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন ব্যভিচার কী ধরনের🌠 যন্ত্রণা তৈরি করে পরিবারের মধ্যে। ব্য়ভিচারের জন্য় পরিবার কীভাবে শেষ হয়ে যায় সেটা জানেন।
বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, আমরা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বহু পরিবারের কাউন্সেলিং করেছি। আমরা বলছি এটাকে হালকাভাবে নেবেন না। পরিবারের সম্পর্ক পুরো ভেঙে যায়। এমনকী বাচ্চারাও 𓃲এই ধরনের বাবা মায়ের সঙ্গে কথা বলতে চান না। আসলে তাদের মধ্যে ঘৃণা তৈরি হয়ে যায়।
এদিকে নেভি, আর্মি, এয়ার ফোর্স আধিকারিকদের একাংশের অবৈধ সম্পর্কের জেরে ফোর্সের শৃঙ্খলাতেও প্রভাব পড়ে। অতিরিক্ত সলিসিটর জেনারেল মাধবী ধিবান🅷 জানিয়েছিলেন, একাধিক ক্ষেত্রে বিষয়টি আর্মড ফোর্সেস ট্রাইবুনালের কাছে এসেছিল। এটি বিভিন্ন পদমর্যাদার মধ্যে বিশৃঙ্খলার মনোভাব তৈরি করে।
পাশাপাশি তিনি জানিয়েছেন, সাধারণত এই যে ব্যভিচারের বিষয়টি সেটা সাধারণত পুরুষতান্ত্রিকতার একটি প্রকাশ। তবে সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এটি লিঙ্🥃গ নিরপেক্ষ। অর্থাৎ মহিলা অফিসাররাও এই ধরনের ব্যভিচꦯারে লিপ্ত হয়েছেন এমন অভিযোগ অতীতে উঠেছিল। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হয়েছে।