তালিবানি চোখ রাঙানিকে তোয়াক্কা না করে আফগানিস্তানের হেরাটে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেল প্রায় ৫০ জন মহিলাকে। তালিবান ইতিমধ্যেই জানিয়েছে তারা সরকার গঠন করতে চলেছে শীঘ্রই। এই আবহে সরকারে মহিলাদের অংশগ্রহণ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এরই মধ্যে হেরাটে তালিবানের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে আফগান হিলা বললেন, 'আমরা ভয় পাই না।'প্রতিবাদ প্রদর্শনকারী বসিরা তহেরি দাবি তোলেন, 'আমরা চাই তালিবান আমাদের সঙ্গেও আলোচনা করুক। আমরা কোনও মহিলাকে তাদের কোনও সভায় তো দেখি না। আমাদের মৌলিক অধিকার কাজ করা বা শিক্ষা অর্জন করা। আমাদের নিরাপত্তা দিতে হবে।'এদিকে শীঘ্রই আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে পারে তালিবান। তবে সেই সরকারের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনও পদে মহিলাদের রাখা হবে না বলেই জানা গিয়েছে। সপ্তাহ দুই আগে তালিবান কাবুলের দখল নিলেও সরকার গঠন ও তার কাজ নিয়ে এখনও স্পষ্ট বার্তা শোনা যায়নি তালিবানের তরফে। আগের সরকারের আধিকারিকদের নিজেদের কাজ করে যেতে নির্দেশ দিয়েছে তালিবান। তবে তীব্র অর্থনৈতিক সঙ্কট, নগদ অর্থের ঘাটতি ও তার জেরে জ্বালানি, খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনী জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে হয়, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।তালিবানের তরফে জানানো হয়েছে, তাদের সরকার আফগান ও ইসলামের সেবা করবে। যদিও সরকারে মহিলাদের কী ভূমিকা থাকবে, সে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি। তালিবান আগেই জানিয়ে দিয়েছে যে, উচ্চপদস্থ কোনও আসনে মহিলাদের বসানো হবে না।