💙 অস্থির পরিস্থিতিতে প্রায় এক মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে খুলতে চলছে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তিতে সারাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় পড়াশোনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, চলতি সপ্তাহেই বাংলাদেশে ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে। আর এবার অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলছে বাংলাদেশে।
আরও পড়ুন: ⛎বাংলাদেশ ফেরত ট্রাকে করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, হিলিতে হাতে নাতে ধরল BSF
😼বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু ও অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে দেশের শিক্ষা মন্ত্রক। উল্লেখ্য, এর আগে বাংলাদেশে বুধবার প্রাথমিক বিদ্যালয়গুলি আবার খুলেছে। যদিও এখনও বাংলাদেশ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সেই কারণে নিয়মিত ক্লাস এখনও পুরোপুরি পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
꧂প্রসঙ্গত, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। তার জেরে হিংসার আগুন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। এই অবস্থায় শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বন্ধ হয়ে গিয়েছিল জরুরি পরিষেবা। পড়ুয়াদের নিরাপত্তাজনিত কারণে গত ১৭ জুলাই থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তারপর থেকেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। যদিও পুরসভাচালিত প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা ছিল।
💧এরপর ৪ অগস্ট পুনরায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তারই মধ্যে ফের সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ। পরে ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ফলে সেই সময় স্কুল চালু করা যায়নি। পরে ৭ অগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।