আমেরিকার পেনসিলভেনিয়ায় সদ্য এক সভায় মার্কিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার🔯্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালনার ঘটনায় মার্কিন প্রশাসনিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার ‘সিক্রেট সার্ভিস’ এর ভূমিকা নিয়ে। ক্রমাগত সমালোচনায় বিদ্ধ হতে থাকেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বার্লে চিটল। এবার সিক্রেট সার্ভিসের ডিরেক্টর পদ থেকে তিনি দিলেন ইস্তফা।
বছরের শেষলগ্নে হতে চলেছে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগে সদ্য পেনসিলভেনিয়ায় এক সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। সেখানে সভায় বক্তব্য রাখার সময় আচমকাই একটি গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। সমর্থকরা চিৎকার করে ওঠেন। কাল বিলম্ব না করে গাড়িতে তোলা হয় ট্রাম্পকে। এতে ট্রাম্প আহত হন। আততায়ী সেখানেই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়। প্রশ্ন উঠতে থাকে, বিশ্বের তাবড় শক্তিধর দেশের নিরাপত্তা নিয়ে। এরপর সদ্য সোমবার হাউস ওভারসাইট কমিটির মুখে পড়েন মা🐻র্কিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বার্লে শিটল। পেনসলভেনিয়ায় ট্রাম্পের ওপর গুলি চালনা নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয় সেখানে। এরপর কিম্বার্লে সদ্য এক ইমেলে জানিয়েছেন, তিনি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ট্রাম্পের ওপর গুলি চালনার সম্পূর্ণ দায় কাঁধে নিয়েই তিনি পদ থেকে সরছেন বলে জানিয়েছেন।
( ‘ꦍসিকিউরিটিকে ডাকুন’, সুপ্রিম কোর্টের প্রধান 🐲বিচারপতির সঙ্গে ভরা কোর্টে তুমুল তর্কাতর্কি আইনজীবীর, শেষে কী হল?)