কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। ডিএমকে নেতা তথা রাজ্যসভার এমপি এমএম আবদুল্লাহর কাছে তিনি হিন্দিতে একটি চিঠি পাঠিয়েছিলেন। আর সেই চিঠি পাওয়ার পরে ডিএমকে এমপি পালটা লিখেছেন, আমি হিন্দি বুঝি না।♏ সরকারি চিঠি পারলে 🌟ইংরেজিতে লিখে পাঠান। সেটা এবার তামিল ভাষায় লিখে তিনি জবাব দিলেন।
আসলে রেলের পরিচ্ছন্নতা নিয়ে রাজ্যসভায় একটি প্র♐সঙ্গ তুলেছিলেন এমএম আবদুল্লাহ। সেই চিঠির উত্তর দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে সেই চিঠি তিনি হিন্দিতে লিখেছিলেন। সেখানেꦡ লেখা হয়েছিল গত ৫ অগস্ট আপনি রাজ্যসভায় একটি প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। রেলে যে ধরনের খাবার পরিবেশন করা হয় তার পরিচ্ছন্নতার প্রসঙ্গ তিনি উল্লেখ করেছিলেন। সেই সঙ্গেই রেলে ও স্টেশনে অনুমোদনহীন কিছু বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন। তবে তিনি পুরোটাই লিখেছিলেন হিন্দিতে।
এদিকে এমএম আবদুল্লা জানিয়েছেন, বার বার অনুরোধ করেছি হিন্দিতে আমায় চিঠি দেবেন না। বুঝতে পারি না। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বার বার হিন্দিতে চিঠি দেন। তবে এবার যাতে কেন্দ্রীয় মন্ত্রী বুঝতে পারেন সেরকমভাবেই তিনি উত্তর দিয়েছেন। আসলে তামিল ভাষায় ꦕলিখে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব ♐দিলেন। এদিকে এমপি লিখেছেন, প্রতিমন্ত্রী বার বার হিন্দিতে চিঠি পাঠান। আমি জানিয়েছি আমি হিন্দি বুঝি না। আমায় ইংরেজিতে চিঠি পাঠান। কিন্তু তারপরেও সেই হিন্দিতে।
এদিকে সম্প্রতি চেন্নাই দুরদর্শনে হিন্দি ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ও রাজ্য⛦পাল আরএন রবির মধ্য়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ডিএমকে সুপ্রিমো প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন যাতে অহিন্দি রাজ্যে হিন্দি সম্পর্কিত কিছু পালন করা না হয়।