অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি। আর তার জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল দিল্লির এইমস হাসপাতালে। সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতালের ওপিডি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল। এই আবহে শেষ পর্যন্ত ওপিডি বন্ধের সিদ্ধান্ত বদল করল এইমস কর্তৃপক্ষ। নয়া নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামিকাল গোটা দিন ওপিডি খোলা থাকবে এইমস-এ। (আরও পড়ুন: 'রামমন্দির উদ্বোধনে শুভেচ্ছা...', বললেন ফিরহাদ, ২২ তারিখ বাংলাতেও থাকবে ছু🐬টি?)
আরও পড়ুন: আধার সম🐈স্যা মেটাতে পৃথক কেন্দ্রের পরিকল্পনা বাংলায়, 🌄বিনামূল্যে মিলবে পরিষেবা
এদিকে শুধু এইমস নয়, রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ওপিডি বন্ধের ঘোষণা করেছিল দিল্লির সফদরজং হাসপাতাল, ডঃ রাম মনোহর লোহিয়া হাসপাতাল সহ চারটি সরকারি হাসপাতাল। তবে এইমস-এর মতো তারাও সিদ্ধান্ত বদল করেছে। এখন সোমবার এই সব সরকার🔯ি হাসপাতালের ওপিডিও স্বাভাবিক সময়ের জন্য খোলা থাকবে। এর আ꧙গে বিরোধীরা হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছিল। উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এইমস বন্ধের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, অর্ধদিবস ছুটি থাকার কারণে দিল্লির চারটি সরকারি হাসপাতালে ৩২ হাজার ওপিডি অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে। এছাড়াও ১২০০ অস্ত্রোপচার বাতিল হয়েছে বা পিছিয়ে গিয়েছে। এই সব বিতর্কের মাঝে অবশেষে হাসপাতালের ওপিডি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকারি হাসপাতালগুলি।