নয়া আর্থিকবর্ষ শুরু হয়ে গিয়েছে। এরই সঙ্গে বহু সংস্থার 'অ্যাপ্রেইসাল সাইকেল' (বেতন বৃদ্ধির সময়) এসে উপস্থিত হয়েছে। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার কর্মীদেরও বেতন বৃদ্ধির সময় চলে এসেছে। এই আবহে সংস্থার প্রধান ক্যাম্পবেল উইলসন কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিলেন। এয়ার ইন্ডিয়ার কর্মীদের উইলসন জানিয়েছেন, বার্ষিক বেতন বৃদ্ধি সংক্রান্ত প্রক্রিয়া চলছে। এই বছরের ১ এপ্রিল থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। নিজের বার্তায় উইলসন ইঙ্গিত দেন, বেতন বৃদ্ধি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আর কয়েক সপ্তাহের মধ্যেই সেই খবর কর্মীদেরকে জানিয়ে দেওয়া হবে। (আরও পড়ুন: 'ভারতের প্রবৃদ্ধির হার হবে ৮%', দাবি ড🍷িরেক্টরের, 'আমাদের কথা নয়', বলল 🍒IMF)
আরও পড়ুন: এবছর গ্রীষ্মে আকাশ ছোঁবে শাকসবজির দা🍨ম? আগাম ইঙ্গ𒐪িত RBI গভর্নরের
এয়ার ইন্ডিয়ার কর্মীদের উদ্দেশে সংস্থার প্রধান ক্যাম্পবেল উইলসন লেখেন, 'একটি আর্থিকবর্ষ শেষ হয়েছে সদ্য। এবং তারই সঙ্গে অ্যাপ্রেইসাল সাইকেল এসে উপস্থিত হয়েছে। এই সংক্রান্ত প্রক্রিয়া বেশ কয়েকদিন ধরেই চলছে। এই সময়ে আমরা সংস্থার আর্থিক ফলাফলের মূল্যায়নও করব। তাই এই অতি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যতক্ষণ চলছে, তক্ষণ একটু ধৈর্য ধরুন।' (আরও পড়ুন: বাংলার ৩ আসনে জি👍ততে পারে বাম, কঠিন লড়াই আর🍰ও তিনে, দাবি ISI অধ্যাপকদের সমীক্ষায়)
আরও পড়ুন: স্টক মার্কেটে উত্থা🧔নের ফল, ২৮% সম্পদ বৃদ্ধি রাহুলের, কোন কোন শেয়ারে ঢেলেছেন টাকা
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার মালিকানা সরকারের থেকে হাতবদল করে টাটা গোষ্ঠীর কাছে গিয়েছে। এই আবহে উড়ান সংস্থাটিকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টায় আছে টাটা গোষ্ঠী। সেই বিষয়টির উল্লেখ করেছেন উইলসন। তিনি জানান, মুম্বই-দিল্লি রুটে নয়া এ৩৫০ বিমান ব্যবহার করা হচ্ছে। এদিকে এয়ার ইন্ডিয়ার ফ্লিটে নতুন সংযোজন হয়েছে দু'টি এ৩২০ বিমানের। এদিকে সংস্থায় 'ক্যাডেট পাইলটের' প্রথম ব্যাচ যোগ দিয়েছে। শীঘ্রই আমেরিকায় তাঁরা প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন। এদিকে উইলসন বলেন, 'অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে আমাদের কেবিন ক্রু সদস্যরা প্রশিক্ষণের ব্যাকলগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। বেসরকারিকরণের পর থেকে সার্ভিসে যোগ দিয়েছেন ৪০০০ জন নতুন কেবিন ক্রু। আমাদের অভিজ্ঞ দলের সঙ্গে এই যে নতুন সদস্যরা যোগ দিয়েছেন, তাঁদের গড় বয়স ২৮ বছর। বিশ্ব জুড়ে তাঁরাই নতুন এয়ার ইন্ডিয়াকে তুলে ধরবেন।' (আরও পড়ুন: '২০১৪ থেকে ২০🥂২৪ তো স্টার্টার ছিল, এবার মেন কোর্স আসবে', ইঙ্গিতবহ মন্তব্য মোদীর)
আরও পড়ুন: অভিনব জালিয়াতি! ৬৫ কোটির মালিক হতে গিয়ে হারালেন ১৬ লাখ টাকা, মাথাꦛয় হাত ব্যবসায়ীর
এদিকে সংস্থার প্রধান জানান, ১ এপ্রিল থেকে এয়ার ইন্ডিয়ায় নতুন রেভিন্যু অ্যাকাউন্টিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে। উড়ান সংস্থার খরচ নিয়ন্ত্রণ এবং আয়ের হিসেব আরও ভালো ভা🐼বে রাখার স্বার্থেই এই নয়া ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান উইলসন। এদিকে এই পরিবর্তনের ফলে 'লয়ালটি প্রোগ্রাম' আপডেট করা সম্ভব হয়েছে বলে জানান𒉰 এয়ার ইন্ডিয়া প্রধান।