দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক🉐 বিমানবন্দর। বোর্ডিং গে💞টের সামনে শুয়ে রয়েছেন এক মহিলা যাত্রী। প্যানিক অ্যাটাকে আক্রান্ত তিনি। এমনটাই দাবি করা হয়েছে। আর তাঁর সামনেই ভাবলেশহীনভাবে কাজ করছেন বিমান সংস্থার স্টাফরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। সূত্রের খবর, ওই যাত্রী দেরি করে এসেছেন এই অভিযোগে এয়ার ইন্ডিয়ার স্টাফরা তাঁকে বিমানে উঠতে দেননি। এরপরই তিনি মাটিতে শুয়ে পড়েন।
বিপুল ভিমানি নামে এক যাত্রী টুইট করে লিখেছেন, কাকিমা সহ তিনজন ছিলাম। ১ মিনিট দেরি হয়েছিল বলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমার কাকিমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। এরপর ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি। এদিকে এয়ার ইন্ডিয়ার দাবি, বোর্ডিং গেট বন্ধ হয়ে যাওয়ার প♐রে তিনজন যাত্রী আমাদের জানিয়েছিলেন। তবে গেট বন্ধ হওয়ার আগেই যাতে জানানো হয় সেজন্য তাঁদের অনুরোধ করা হয়েছিল।
এদিকে সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিমান 823 ধরার কথা ছিল তাঁদের। ভোর ৪টে ৪৫ মিনিটের বিমান ছিল এটি।কিন্তু টেকনিকাল কারণে সিকিউরিটি চেক পয়েন্টে তাঁদের দেরি হয়ে যায়। এরপর বোর্ডিং গেটে তাঁরা ৪টে ২৭ মিনিটে পৌঁছন। এদিকে যাত্রীর দাবি, হার্ট ও ডায়েবেটিকে আক্রান্ত কাকিমাꦦ আমাদের সঙ্গে ছিলেন। এয়ার ইন্ডিয়ার স𒐪্টাফেদের সহায়তা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা জানিয়ে দেন, সিকিউরিটি চেক ইনে🗹র বিষয়টি তাঁদের হাতে নেই।